‘পর্ন দেখানো হয়, রাশ টানা দরকার’, ওটিটি প্ল্যাটফর্ম প্রসঙ্গে নির্দেশ সুপ্রিম কোর্টের

0
720

বঙ্গদেশ ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্মগুলিতে প্রদর্শিত ভিডিও সামগ্রীগুলির স্ক্রিনিং করানোর পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।

একটি মামলার শুনানির পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত বৃহস্পতিবার জানিয়েছে, ওটিটি প্ল্যাটফর্মগুলি সিনেমা এবং অন্যান্য ডিজিটাল বিষয়বস্তু দেখার জন্য ব্যবহার করে থাকে সাধারণ মানুষ। কিন্তু সেখানে আজকাল পর্নগ্রাফিও প্রদর্শিত হয়। শীর্ষ আদালত সোশ্যাল মিডিয়া এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন গাইডলাইন জমা দেওয়ার নির্দেশও দিয়েছে কেন্দ্রকে।

কী বলেছে সুপ্রিম কোর্ট?

ওয়েব সিরিজ ‘তাণ্ডব’-এর বিরুদ্ধে চলমান মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে অ্যামাজনের শীর্ষস্থানীয় আধিকারিক অপর্ণা পুরোহিতের আবেদনের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ বলছেন, “এখন ইন্টারনেট এবং ওটিটি-তে সিনেমা দেখা খুব সাধারণ একটা বিষয় হয়ে গিয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী অবশ্যই কিছু স্ক্রিনিংয়ে পরিবর্তন করা উচিত। আজকাল তো পর্নগ্রাফিও দেখানো হচ্ছে”।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট অপর্ণার আগামী জামিনের আবেদন খারিজ করে গ্রেফতারের হাত থেকে ‘সুরক্ষা কবচ’ দিতে অস্বীকার করেছিল।

সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন অপর্ণার পক্ষে উপস্থিত হয়ে প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি বলেছেন, তাঁর মক্কেল এই প্রতিষ্ঠানের একজন কর্মচারী মাত্র। তা সত্ত্বেও তার বিরুদ্ধে প্রায় ১০টি মামলা দায়ের হয়েছে।

সেফ আলি খান ছাড়াও তাণ্ডব ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সুনীল গ্রোভার, ডিম্পল কাপাডিয়া, গওহর খান, কৃতিকা কামরা প্রমুখ। নয়টি পর্বের ওয়েব সিরিজটি গত জানুয়ারিতে অ্যামাজন প্রাইমে চালু হয়েছিল। যা নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে।

অভিযোগ দায়ের হয়েছে একাধিক রাজ্যে

উত্তরপ্রদেশ পুলিশ অ্যামাজন প্রাইম-এর শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে হিন্দু দেবদেবীদের অবমাননা এবং এই সিরিজের মাধ্যমে ধর্মীয় বিভাজনের অভিযোগে এফআইআর দায়ের করেছে।

এই একই ধরনের অভিযোগ দায়ের করা হয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক, বিহার, দিল্লি এবং চণ্ডীগড়েও। চাপে পড়ে ওয়েব সিরিজ পরিচালক আলি আব্বাস জাফর, অভিনেতা সেফ আলিখান-সহ ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের পুরো টিম অবশ্য টুইটারে নি:শর্ত ক্ষমা চায়।

উল্লেখ্য, ডিজিটাল কন্টেন্ট এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির নিয়ন্ত্রণে লিখিতখসড়া নির্দেশিকা নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। সূত্র মারফত জানা গিয়েছে, “ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা”র পক্ষে ক্ষতিকারক বিষয়গুলিকে নিষিদ্ধ করতে একাধিক মন্ত্রকের সমন্বয়ে খসড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।