হিন্দু বীর গোপাল মুখার্জীকে নিয়ে চলচ্চিত্র বানাবার কথা ভাবছেন সৃজিত মুখার্জী? 

0
2831

বঙ্গদেশ ডেস্ক: বাম-কংগ্রেস-আব্বাস জোটের বিগ্রেড নিয়ে বিতর্ক থামছেই না। থামার কথাও নয়। কারণ বিগ্রেড থেকেই বোঝা গিয়েছে যে উগ্র ইসলামপন্থী আব্বাস সিদ্দিকীর নেতৃত্বেই এই জোট নির্বাচনে লড়ছে। বামেরা নিজেদেরকে ধর্মনিরপেক্ষতার ধারক ও বাহক হিসেবে দাবী করলেও ইতিহাস বলে ইসলামপন্থীদের সাথে তাদের বরাবরই মাখামাখি। সেই একই ইতিহাসেরই পুনরাবৃত্তি দেখা গিয়েছে এই বিগ্রেডে। 

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সমালোচনায় মুখর বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে নেটিজেনরা। তারই ধারাবাহিকতায় সিপিএম কর্তৃক পরিচালিত মরিচঝাঁপি গণহত্যা সম্পর্কিত বই “ব্লাড আইল্যান্ড” এর লেখক দীপ হালদার একটি ট্যুইট করেছেন যাতে তিনি বামেদের বর্তমান অবস্থানের সাথে সম্পর্কিত সেই অতীতকে মনে করে দিয়েছেন। তিনি সোহরাওয়ার্দীর মুসলিম লীগের সাথে জ্যোতি বসু তথা বামেদের সেই আঁতাতের কথা উদ্ধৃত করেছেন, যার ফলে কলকাতা প্রত্যক্ষ করেছিল “দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং”, নিহত হয়েছিল হাজার হাজার নিরপরাধ হিন্দু। কথাপ্রসঙ্গে তিনি “দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং” এ, সেদিন হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হওয়া বীর হিন্দু গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঁঠার কথাও তুলে ধরে বলেছেন, যারা ইতিহাস ভুলে যায় তারা বারবার একই ভুল করতে থাকে।

দীপ হালদারের এই ট্যুইটটি কিছু সময় পরেই রিট্যুইট করেন বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রখ্যাত চিত্র পরিচালক শ্রী সৃজিত মুখার্জি। হিন্দু বীর গোপাল মুখার্জিতে মুগ্ধ সৃজিত মুখার্জি, দীপ হালদারের ট্যুইটটি রিট্যুইট করে লিখেছেন, “What a fascinating character Gopal Mukujje was. A film waiting to be made.” গোপাল মুখার্জির কথা উদ্ধৃত করে সৃজিত মুখার্জি একপ্রকার প্রকাশই করে দিলেন যে তিনি হিন্দু বীর গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঁঠার ওপর সিনেমা নির্মাণের জন্য ব্যপক আগ্রহী।

বাস্তবে গোপাল মুখার্জিদের কথা পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তক থেকে শুরু করে সিনেমায় উঠে আসার কথা থাকলেও কসাই সোহরাওয়ার্দীর গুণগ্রাহীদের ষড়যন্ত্রের কারণে তারা ব্রাত্য রয়ে গিয়েছেন। তবে সৃজিত মুখার্জিরা এই হিন্দু বীরদের ওপর সিনেমা নির্মাণের উদ্যোগ অবশ্যই সাধুবাদ জানানোর যোগ্য। এগুলোর ধারাবাহিকতাতেই একদিন হিন্দু বীর গোপাল মুখার্জিদের কথা পশ্চিমবঙ্গের ইতিহাসের পাতায় ঠাঁই করে নেবে, এমনটাই মনে করেন নেটিজেনরা।