সংস্কারকামী কৃষি আইনের প্রশংসায় পঞ্চমুখ আন্তর্জাতিক সংস্থা IMF

0
1771

বঙ্গদেশ ডেস্ক: বিতর্কিত নয়া কৃষি আইন নিয়ে বড়সড় সার্টিফিকেট পেল মোদী সরকার। তাও একেবারে আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে। ভারত সরকার প্রণীত তিনটি কৃষি আইন গ্রামীণ এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা নিতে পারে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা IMF। শুক্রবার আইএমএফ এমনটাই জানিয়েছে।

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বিশেষজ্ঞরা জানিয়েছেছেন,”আমাদের দৃঢ় বিশ্বাস এই তিনটি কৃষি আইন ভারতের কৃষিক্ষেত্র সংস্কারে একটি বড় পদক্ষেপ হতে পারে। এই আইনের ফলে কৃষকরা সরাসরি ক্রেতার কাছে পণ্য বিক্রি করতে পারবেন। ফলে মিডলম্যানের অন্যায় খবরদারি কমবে এবং কৃষকরা নিজেদের ফসলের ন্যায্য এবং অতিরিক্ত দাম পাবেন।”

তবে, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের এই প্রশংসা নিঃসন্দেহে কেন্দ্রকে রাজনৈতিকভাবে অক্সিজেন জোগাবে। আসলে, কেন্দ্রও ঠিক একই উদ্দেশ্য নিয়েই বিতর্কিত কৃষি আইনগুলি পাশ করিয়েছে। তবে, তথাকথিত আন্দোলনরত কৃষকদের দাবি এই আইনের ফলে বর্তমানের মান্ডিতে ন্যূনতম সহায়ক মূল্যে ফসল বিক্রির প্রথা উঠে যাবে। এবং সেই জায়গায় বাজার দখল করবে বেসরকারি সংস্থা। আর সেটা নিয়েই যত বিপত্তির সূত্রপাত।

মোদী বনাম কৃষক বিতর্কের জেরে সুপ্রিম কোর্টের তৈরি কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা ভূপিন্দর সিং মান। তারপরেই সিদ্ধান্ত বদল করেছেন আন্দোলনকারীরা। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন যে, “সরকার খোলা মনে কৃষকদের সঙ্গে আলোচনার জন‌্য তৈরি।” কৃষকদের কাছে ‘খোলা মনে আলোচনা’-র কথা প্রথম থেকেই বলে এসেছে কেন্দ্র। যার অন‌্যতম শর্ত হল, অনড় মনোভাব নিয়ে আসা যাবে না বৈঠকে। তবে, বিক্ষোভকারী কৃষকরাও নিজেদের দাবিতে অনড়। তাঁদের একটাই দাবি, সরকারকে এই আইন প্রত্যাহার করতেই হবে।