স্বাধীনতা দিবসের আগেই ভারতে এসে বসবাস করতে চলেছেন আফগানিস্তানের ৭০০ জন শিখ ও হিন্দু!

0
1589

বঙ্গদেশ ডেস্ক: সম্প্রতি আফগানিস্তানে এক অপহৃত শিখ নেতা মুক্তি পাওয়ার পরেই আফিগানিস্তানে বসবাসকারী ৭০০ জন হিন্দু ও শিখের দীর্ঘকালীন ভিসার আবেদন গ্রহন করল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ।

সূত্রের খবর অনুযায়ী, শুধুমাত্র আফগানিস্তানের নীগৃহীত সংখ্যালঘুদেরই দেওয়া হচ্ছে এই ভিসা। খুব শীঘ্রই তাদেরকে ভারতে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে ভারত। সরকার চাইছে ১৫ই আগস্টের আগে তাদেরকে ভারতে নিয়ে আসতে। চলতি বছরের ২৫ শে মার্চ আফগানিস্তানের গুরুদ্বারায় ভয়াবহ আক্রমণের পর ৬০০ জন শিখ এই দীর্ঘকালীন ভিসার জন্য আবেদন করেছিলেন। সেই আক্রমণে প্রান গেছিল ২৭ জন শিখের।

এক সরকারি আধিকারিক জানিয়েছেন যে প্রথমেই ৭০০ জন হিন্দু ও শিখ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।তাদেরকে ১৫ই আগস্টের আগেই ভারতে আনার জন্য যথাসম্ভব চেষ্টা করছে নয়াদিল্লি। এদের প্রত্যেকেই প্রাননাশের হুমকি পেয়েছিলেন এবং এদের সকলের আত্মীয়রা বসবাস করেন ভারতবর্ষে। আফগানিস্তানের মত ইসলাম প্রধান দেশ থেকে সংখ্যালঘুদেরকে এই দেশে আনা, ভিসা দেওয়ার প্রক্রিয়া আরোই সহজ হয়েছে গতবছরের ‘CAA’ বিল পাশ হওয়ায়।

ভারত সরকার এর আগেই আফগান নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছে ৫৫ বছর বয়সী অপহৃত শিখ নেতা নিদান সিং সচদেবকে মুক্তি দেওয়ার জন্য। একমাস আগে আফগানিস্তানের পাকিতা প্রদেশ থেকে তাকে অপহরণ করা হয়েছিল। শণিবার তাকে মুক্তি দেওয়া হয়৷