টানা ৬ মাস ঘুমিয়ে থাকেন কলিযুগের কুম্ভকর্ণ, ঘুম ভাঙে মাত্র ১৪ দিনের জন্য!

0
860

বঙ্গদেশ ডেস্ক: রামায়ণের মুখ্য প্রতিনায়ক রাবনের ভাই কুম্ভকর্ণের কথা জানেন না এমন কাউকে হয়ত শত খুঁজলেও পাওয়া যাবেনা। ছয়মাস টানা ঘুমোতেন তিনি, ছয়মাস ঘুমিয়ে উঠে জেগে থাকতেন মাত্র একদিন।

রামায়ণের কুম্ভকর্ণের এই ছমাস ঘুম শেষে একদিনের জন্য জেগে থাকার ঘটনা গল্প বলে মনে হতেই পারে আধুনিকমমষ্কদের। তবে ব্রিটেনের স্টকপোর্টের বাসিন্দা বেথ গড়িয়ার টানা ছয়মাস ঘুমোনো নেহাত গল্প নয়।

১৬ বছর বয়সেই ক্লেইন-লেভিন-সিনড্রোম নামক একটি বিরল রোগে আক্রান্ত হন বেথ গড়িয়ার। রোগটি এতই বিরল যে ১০০ জনের মধ্যে মাত্র ১ জনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এতে। রোগীর এমনই অবস্থা হয় যে ছয়মাস অবধি টানা ঘুমিয়ে থাকে সে। ঘুম ভাঙে মাত্র দু সপ্তাহের জন্য। দু সপ্তাহ জেগে থাকার পর আর জেগে থাকতে পারেনা। ঘুমিয়ে পড়ে সে।