গুজরাট বাংলা চালাবে না, ২১ এর মঞ্চ থেকে বিজেপিকে বিঁধলেন মমতা

0
432

বঙ্গদেশ ডেস্ক: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষবারের মত এইবারই ২১ শে জুলাই পালন করছে শাসকদল। আজ ভার্চুয়াল সমাবেশে তাই প্রত্যাশিতভাবেই প্রধান বিরোধীদল বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এদিন প্রাক্তন শাসক এবং বর্তমানে অপাঙক্তেয় হয়ে যাওয়া বামেদেরও ছাড়েননি তিনি। তিনি বলেন, ‘আমফান ও করোনা পরিস্থিতির মাঝেই পশ্চিমবঙ্গকে অপমানিত করেছে বামফ্রন্ট ও বিজেপি৷ ২১ এর ভোটে এর বদলা নেওয়া হবে। বদলা হবে মানবিকতার জয় দিয়ে।’

বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘এদের আজ অবধি কোনোদিন রাজনীতি করতেই দেখিনি। লোকসভা ভোটে ১৮টা আসন জিয়ে নিজেদের মর্জিমতো যা খুশি তাই বলছে, করছে। বিজেপি চাইছে গোটা দেশে একটিই দল শাসন করুক। কিন্তু বাংলা শাসন করবে বাংলার মানুষ, গুজরাট নয়।’’

তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘ওরা কেন্দ্রে ক্ষমতায় থাকার কারণে গায়ের জোর দেখাচ্ছে। ওরা উন্নয়নের কথা কখনও বলে না। কখনও এনকাউন্টার, কখোনও আবার হিংসার কথা বলে যায়।’’ বিজেপির নেতাদের অনেককে চেনেন না বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বিজেপি নেতাদের রাজনৈতিক জন্ম নিয়ে অবধি প্রশ্ন করেন তিনি।

কোভিড পরিস্থিতির মধ্যেই যে বিধানসভা নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, এদিন তা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী আগামী বছর ২১ শে মে বিধানসভা নির্বাচনে জিতবে তৃণমূল কংগ্রেসই। আর এই জন্য দলের কর্মীদের এখন থেকেই মাঠে নামার নির্দেশ দিয়েছেন মমতা।