সোহরাওয়ার্দী ও মুখ্যমন্ত্রীর পোষ্টার নিয়ে বিতর্ক; ফেসবুক পোষ্টের জন্য গ্রেফতার শুভ সেনগুপ্ত

0
4637

বঙ্গদেশ ডেস্ক:-ফেসবুক পোস্টকে কেন্দ্র করে “The Bengal Owl” ফেসবুক পেজের এডমিন শুভ সেনগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে তাঁকে হাওড়া কমিশনারেটে ডেকে পাঠানো হয় এবং পরবর্তীতে গ্রেফতার দেখানো হয়। “The Bengal Owl” পেজটি একটি জাতীয়তাবাদী পেজ হিসেবে পরিচিত৷

ঘটনার সূত্রপাত শনিবার BGM Central Howrah পেজ থেকে পোস্ট করা একটি ফেসবুক পোস্ট থেকে। BGM Central Howrah ফেসবুক পেজ থেকে সোহরাওয়ার্দীর প্রয়াণ দিবসে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত একটি পোস্টার আপলোড করা হয়।

দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এ সোহরাওয়ার্দীর নারকীয় ভূমিকার জন্যে মুহূর্তের মধ্যেই এই পোস্টার নিয়ে সমালোচনা শুরু যায় জনসাধারণের মধ্যে। BGM Central Howrah পেজটির এই পোস্টটির স্ক্রীণশট নিয়ে “The Bengal Owl” ফেসবুক পেজ থেকে একটি সমালোচনা মূলক পোস্ট করা হয়৷

পোস্টটি করার বেশ কিছু সময় পরে বেঙ্গল আউল পেজটি থেকে পোস্টটি মুছে ফেলা হয়। এর কিছু সময় পরে পেজটি থেকে আরও একটি পোস্ট করা হয়। তাতে লেখা ছিল, “The Bengal Owl থেকে আজ সকাল বেলায় এই পোস্টটা করা হয়েছিল। একটু আগে কলকাতা পুলিশের পক্ষ থেকে ফোন আসে আমাদের কাছে। তাদের অনুযায়ী এই পোস্ট নাকি রাজ্যে কমিউনাল টেনশন বাড়াতে সাহায্য করবে। ফোনে বারবার এই পোস্টটাকে ডিলিট করতে বলা হয়। আমরা ভারতের এবং পশ্চিমবঙ্গের দায়িত্ববান নাগরিক। ঝামেলা এড়ানোর জন্য এই পোস্টটাকে ডিলিট করা হলো। আমাদের পাঠকদের জন্য পোস্টের স্ক্রীণশট দিয়ে রাখলাম। ভারত মাতার জয় হোক।”

এই পোস্টটি করার কিছু সময় পরেই, পেজটির ফাউন্ডার ও এডমিন শুভ সেনগুপ্তকে হাওড়া কমিশনারেটে ডেকে পাঠায় পুলিশ। এরপর তাঁকে সেখানে আটক করা হয় এবং একাধিক ধারা প্রদান শেষে শুভ সেনগুপ্তকে গ্রেফতার দেখায় পুলিশ। আজ সকালে তাঁকে আদালতে তোলা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে শুভ সেনগুপ্তকে গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়ায় জনসাধারণ প্রতিবাদ শুরু করেছে। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রিসার্চ ফাউন্ডেশন এর ডিরেক্টর ডঃ অনির্বাণ গাঙ্গুলি একটি ট্যুইটের মাধ্যমে এই গ্রেফতারের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

আমেরিকায় বসবাসরত প্রবাসী বাঙ্গালীদের সংগঠন NRIs4Bengal এর প্রতিষ্ঠাতা শ্রীযুধাজিৎ সেনমজুমদার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই গ্রেপ্তারের প্রতিবাদ করেছেন।

এছাড়াও সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ও পোস্টের মাধ্যমে ঘটনার প্রতিবাদ করেছেন। অনেকে এমন প্রশ্নও তুলেছেন যে সোহরাওয়ার্দীর পোস্ট করা পেজটির বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে প্রতিবাদকারী পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন? এদিকে BGM Central Howrah পেজটি থেকে সোহরাওয়ার্দীর সেই পোস্টটি মুছে দেওয়া হলেও সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টার ও স্ক্রীণশট ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মীডিয়ায় BGM Central Howrah পেজটি তৃণমূলপন্থী পেজ হিসেবে পরিচিত।