‘বিন্দাস বোল’ সম্প্রচারে কেন্দ্রের ছাড়পত্র পেল সুদর্শন টিভি

0
963

বঙ্গদেশ ডেস্ক: বাধা কাটল সুদর্শন নিউজ চ্যানেলের ‘বিন্দাস বোল’ অনুষ্ঠানের উপর থেকে৷ ‘ইউপিএসসি জিহাদ’-এর উপর ভিত্তি করে সম্প্রচারিত হতে যাওয়া ওই অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ সেই কারণেই বাধা কেটেছে এই অনুষ্ঠানের উপর থেকে৷ ওই চ্যানেলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে৷

সুদর্শন নিউজ চ্যানেলের দাবি, মন্ত্রক তাদের প্রোগ্রাম কোড ঠিকঠাক রেখে অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ দিয়েছে। তবে অনুষ্ঠানটি যদি কোনও রকম আইন লঙ্ঘন করে, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

প্রসঙ্গত, ওই অনুষ্ঠান সম্প্রচারের আগে দিল্লি হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর অভিযোগ ছিল, ওই অনুষ্ঠান একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করতে পারে। সুদর্শন নিউজের প্রধান সম্পাদক সুরেশ চৌহাঙ্কে এর আগে হাইকোর্টের স্থগিতাদেশ অস্বীকার করেছিলেন। তিনি দাবি করেন, আদালতে মামলাটি পূর্বপরিকল্পিতভাবে পরিচালিত হয়েছিল।

এক বিবৃতিতে সুদর্শন টিভির কর্তৃপক্ষ জানিয়েছে, যে মন্ত্রক তাদের চ্যানেলের বিশেষ অনুষ্ঠান ‘বিন্দাস বোল’ নিষিদ্ধ ঘোষণা করেনি। আরও বলা হয়েছে যে কেবল অ্যাক্ট ১৯৯৪-এর ব্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছেন যে সম্প্রচারের আগে কোনও অনুষ্ঠান নিষিদ্ধ করা যাবে না।

চ্যানেল এমআইবি এই নির্দেশকে বাকস্বাধীনতার জয় হিসাবে উল্লেখ করেছেন। চ্যানেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই অনুষ্ঠানটি র‌্যাডিক্যাল সংস্থাগুলির নাম এবং যে দেশগুলি তাদের পরিকল্পনায় সাহায্য করার জন্য অর্থায়ন করছে তা প্রকাশ করবে। পুরো ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংগঠনগুলি কীভাবে উগ্র কাজকর্মে সহায়তা করছে তাও প্রকাশ করে দেবে। তিনি এটিকে জিহাদতন্ত্র বলে অভিহিত করেছেন। শুক্রবার ১১ সেপ্টেম্বর অনুষ্ঠানটি সর্বপ্রথম সম্প্রচারিত হয় সুদর্শন টিভিতে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, “সেন্সরশিপ নিয়ম অনুযায়ী টিভি চ্যানেলগুলিতে কোনও প্রোগ্রাম সম্প্রচারের পূর্বে সেন্সরশিপে আটকে দেওয়ার আইন নেই।” আরও বলা হয়েছে, “এক অদ্ভুত ব্যাপার যেখানে এই অনুষ্ঠানটি এখনও সম্প্রচার‌ই করা হয়নি, সবেমাত্র ট্রেলার দেখানো হয়েছিল। সেই ক্লিপিংয়ের ভিত্তিতেই অভিযোগ দায়ের করা হয়েছিল।”