এবার করোনা ভাইরাসের শিকার রাজ্যের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব গৌরিশঙ্কর দত্ত, রাজ্যজুড়ে শোক 

0
565

বঙ্গদেশ ডেস্ক:আবারও করোনা ভাইরাসের মারণ থাবা রাজনৈতিক মহলে। এবার প্রাণঘাতী এই ভাইরাস কেড়ে নিয়েছে রাজ্যের প্রবীণ রাজনীতিবিদ এবং নদীয়ার দাপুটে নেতা গৌরিশঙ্কর দত্ত। সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপে বেশ অসুস্থ হয়ে পড়েন রাজ্যের এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব৷ শারিরীক অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ায় একটি বেসরকারী হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি হার মানেন, চলে যান না ফেরার দেশে। 

রাজ্যের প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বের এহেন বিদায়ে শোকে মুহ্যমান রাজনৈতিক মহল। রাজনীতির উত্থানের শুরুটা ছিল তাঁর তৃণমূল কংগ্রেস থেকে। ৯৮ সালে দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি তাতে যোগদান করেন। ২০০২ সালে তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে চলে গেলেও পরে আবার তিনি ফেরত আসেন। মুখ্যমন্ত্রী মমতার সাথে তাঁর সুসম্পর্ক রয়েছে বলে রাজনৈতিক মহলে শোনা যায়। তবে সেই সুসম্পর্কে সম্প্রতি ধরেছিল চিড়। 

বিভিন্ন কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ থেকে তৃণমূল ত্যাগ করেন তিনি৷ নিজের ছেলে এবং অনুসারীদের নিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে, তাও আবার বিনা টিকিটে। বিজেপির কাছে কোন টিকিট চাননি তিনি। লক্ষ্য ছিল শুধু তৃণমূলকে হারাবার। বিজেপির হয়ে প্রচারকার্যে ব্যস্ত সময় পার করেছিলেন। কিন্তু শেষটা আর দেখে যেতে পারলেন না। প্রাণঘাতী করোনা ভাইরাসের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন এবং চলে গেলেন না ফেরার দেশে।