পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতার শিকার বিজেপি কর্মীদের গল্প নিয়ে পথনাটিকা, জনতার ব্যপক সাড়া

0
677

বঙ্গদেশ ডেস্ক:পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক প্রচারণার অংশ, সাংস্কৃতিক উপাদানগুলোর ক্ষেত্রে আরও একটি নতুন সংযোজন ঘটেছে। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বিজেপির প্রচার চলছে। জনগণের সাথে সংযুক্ত হওয়ার নতুন উপাদান হিসাবে স্ট্রিট থিয়েটারের সূত্রপাত হয়েছে। Twitter -এ এরকমই স্ট্রিট থিয়েটারের ক্লিপ ভাইরাল হয়েছে। 

ভারতীয় জনতা পার্টি সমর্থনের জন্য হত্যার শিকার হওয়া বিজেপির কার্যকর্তাদের ত্যাগের বিষয়ে সচেতনতা তৈরি করতে পথনাটিকার মাধ্যমে সেগুলো তুলে ধরছে স্বেচ্ছাসেবকরা। পথনাটিকাটিতে বাংলা, হিন্দী এবং ইংরেজী ব্যবহার করে স্বেচ্ছাসেবীরা বিজেপির ১৩০ জন কার্যকর্তার আত্মত্যাগ সম্পর্কে মানুষের কাছে বলছে। বিগত সপ্তাহগুলোতে বিজেপি নেতারা ১৩০ জন কার্যকর্তা হত্যার বিষয়টিকে, বিভিন্ন প্ল্যাটফর্মে তুলে ধরেছেন এবং উল্লেখ করেছেন।

স্বেচ্ছাসেবকরা বিজেপি কর্মী গোপাল মজুমদারের মায়ের উপর হামলার কথাও তাদের পথনাটিকায় তুলে ধরেছে।  গত ২৭ ফেব্রুয়ারি, উত্তর দমদমের নিমতায় তিন তৃণমূল কর্মী তাঁর বাড়িতে প্রবেশ করে এবং তাঁর মায়ের ওপর ঘৃণ্য আক্রমণ করে। “পথনাটিকা” হলো থিয়েটারের এমন একটি রূপ যা বাংলার সামাজিক ও রাজনৈতিক গুরুত্বের বার্তা প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। মূলত দীর্ঘ চার দশক ধরে থিয়েটারের এই রূপটিকে বামেরা তাদের সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল। তবে বর্তমানে এই বিষয়ে বামেদের একক কর্তৃত্ব খর্ব হয়েছে।

রাজ্যে বিজেপি কর্মীদের ওপর হওয়া সহিংসতা, বাকস্বাধীনতার বিড়ম্বনা, সোশ্যাল মিডিয়ায় বাকস্বাধীনতার ওপর আক্রমণ এবং পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিরোধীদের দ্বারা বিজেপির পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবকরা হুমকির মুখোমুখি এবং ভয়ভীতি প্রদর্শনের শিকার হওয়া ইত্যাদি বিভিন্ন বিষয়কে স্বেচ্ছাসেবকরা তাদের পথনাটিকার মাধ্যমে তুলে ধরেন। এই পথনাটিকাগুলোতে পারফর্মিং স্বেচ্ছাসেবীরা হলো নরেন্দ্র মোদী দ্বারা পরিচালিত জনকেন্দ্রিক নীতি, কাজ এবং কর্মসূচি বিষয়ের সাথে কথোপকথনের কর্মশালার স্বেচ্ছাসেবক। তাদের পথনাটিকাগুকোতে তারা পশ্চিমবঙ্গে বিজেপি স্বেচ্ছাসেবকরা যে ভয় ও হিংস্রতার মুখোমুখি হয়েছেন এবং হয়ে চলেছেন, তা চিত্রিত করেছেন