ভারতীয় প্রযুক্তি জগৎসভায় বরণীয় স্থান পাবে, লোকালের জন্য ভোকাল প্রধানমন্ত্রী

0
550

বঙ্গদেশ ডেস্ক: বেঙ্গালুরুর টেক সামিটের ভার্চুয়াল মঞ্চ থেকে‘ভোকাল ফর লোকালের’ ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের দেশীয় বা লোকাল প্রযুক্তিকে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে পৌঁছে দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, “ভারতে বিশ্বের শ্রেষ্ঠ মেধা ও বৃহত্তম বাজার মজুত রয়েছে। ভারতের দেশীয় প্রযুক্তিকে যথাযথ কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠা করার সময় আগত।”

বেঙ্গালুরুতে তিনদিনের আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন শুরু হয়েছে। প্রথমদিনই সেখানে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রান্তিক মানুষের উন্নতিতে প্রযুক্তির ভূমিকা কতখানি সেই কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ভারতের তথ্য-প্রযুক্তি ব্যবসাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ারও পক্ষেও উৎসাহ দেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, “ভারত তথ্যপ্রযুক্তির যুগে ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ মেধা মজুত রয়েছে এই দেশে। বৃহত্তম বাজারও রয়েছে ভারতের হাতে। ভারতে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রযুক্তির বিশ্ব বাজারে বিশেষ স্থান করে নেওয়ার ক্ষমতা রয়েছে। এখন সেই কাজ করার আদর্শ সময়। ভারতে তৈরি প্রযুক্তি গোটা বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার সময় আগত।” পাশাপাশি গোটা দেশের অগ্রগতিতে দেশীয় প্রযুক্তি কীভাবে সাহায্য করছে এদিন তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এদিন মোদী বলেন, “ এখন থেকে পাঁচ বছর আগে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি শুরু করেছিল ভারত সরকার। এটি এখন আর কোনও সরকার পরিচালিত কর্মসূচি নয় বরং আমাদের প্রাত্যাহিক জীবনের অঙ্গ হয়ে উঠেছে। ” মহামারী আবহে প্রযুক্তির প্রয়োজনীয়তা কতখানি তা সবচেয়ে বেশি বোঝা গিয়েছে বলে মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, একমাত্র প্রযুক্তির সহায়তা মারফত দেশের প্রান্তিক স্তরের মানুষের কাছে সরকারি সাহায্য পৌঁছনো সম্ভব হয়েছে। লকডাউনে বহু মনুষ আছেন যারা কাজের জায়গায় সঠিক সময়ে পৌঁছতে পারেনি। একমাত্র এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা কাজ চালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই ভারতীয় প্রযুক্তিকে এবার আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার পক্ষে জোরদার সওয়াল করেন প্রধানমন্ত্রী।