মুম্বই থেকে দাউদ ঘনিষ্ঠ চিঙ্কু পাঠান গ্রেপ্তার অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হাতে

0
743

বঙ্গদেশ ডেস্ক: অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের জালে ধরা পড়ল আরও এক সন্ত্রাসবাদী। অপরাধ জগতের কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের এক ঘনিষ্ঠ সহায়তাকারীকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। ওই ব্যক্তির নাম পারভেজ খান। মাদক পাচারের জন্য পারভেজ খান কুখ্যাতদের তালিকায় প্রথম সারিতে রয়েছে। পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সহযোগী হিসেবে বহুদিন ধরেই তার নাম হিটলিস্টে ছিল পুলিশের খাতায়। পারভেজ খান চিঙ্কু পাঠান নামেও পরিচিত। মঙ্গলবার এই মামলায় যুক্ত অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের এক কর্তা এ কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন।

চিঙ্কু পাঠানের বয়স আনুমানিক ৪০ বছর। ডন করিম লালার নিকট আত্মীয় সে। গত মাসে নবি মুম্বাইয়ের ঘানসোলি থেকে তাকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল পারভেজকে। তার একটি ড্রাগ সিন্ডিকেট ফাঁদ পেতে ধরে ফেলে এনসিবি। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলা চলাকালীন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো দক্ষিণ মুম্বইয়ের ডোংরি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কয়েকটি স্থানে গুরুত্বপূর্ণ অভিযান চালায়। তখনই প্রচুর ড্রাগ, ২ কোটি ডলারের বেশি নগদ এবং দুটি বন্দুক বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় সংস্থার অফিসাররা।

অ্যান্টি টেররিস্ট স্কোয়াড গত বছরে অক্টোবর মাসে মাদক মামলায় ৩৪ বছর বয়সী সোহেল সায়াদ ও ৩২ বছর বয়সী জিশানকে গ্রেপ্তার করে। সেই মামলার তদন্ত চলার সময় চিঙ্কু পাঠানের নাম অফিসারদের হাতে আসে। গ্রেপ্তারের পরে সে থান কেন্দ্রীয় কারাগারে বন্দী। অ্যান্টি টেররিস্ট স্কোয়াড শনিবার এনসিবির কাছ থেকে ট্রান্সফার ওয়ারেন্টে চিন্কু পাঠানকে নিজেদের হেফাজতে তুলে নেয়। একই দিনে চিঙ্কু পাঠানকে মুম্বাইয়ের একটি আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এটিএসের হেফাজতে পাঠিয়েছে। চিঙ্কু ছাড়াও গত মাসে, মাদক মামলায় অভিযুক্ত চিঙ্কু পাঠানের সহযোগী আরিফ ভূজওয়ালাকে পাশের রায়গড় জেলা থেকেও গ্রেপ্তার করা হয়েছে।