দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার সমর্পণ NIA-এর হাতে

0
514

বঙ্গদেশ ডেস্ক: রাজধানীতে ইজরায়েলের দূতাবাসের সামনে ঘটে যাওয়া বিস্ফোরণকে কেন্দ্র করে তুঙ্গে কূটনৈতিক চাপানউতোর। পরিস্থিতি সামাল দিতে পর্দার নেপথ্যে ইরান, ভারত ও ইজরায়েলের মধ্যে আলোচনা চলছে। হামলায় জড়িতদের খুঁজে বের করার জন্য বিস্ফোরণের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) হাতে তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনটাই খবর পাওয়া গিয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে।

সূত্রের খবর অনুযায়ী, গত শুক্রবার ইজরায়েলি দূতাবাসের সামনে ঘটে যাওয়া ওই বিস্ফোরণে ইরানের হাত রয়েছে বলে অনেকের ধারণা। প্রাথমিক তদন্তে বিস্ফোরকটিতে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। অত্যন্ত প্রশিক্ষিত চর বা কমান্ডো ট্রেনিং প্রাপ্ত না হলে এমন বিস্ফোরক তৈরি করা অসম্ভব। এর আগেও ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে ইজরায়েলের কূটনীতিকের গাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। ওই ঘটনাতেও ইরানের হাত থাকার অভিযোগ উঠেছিল। ফলে রীতিমতো কূটনৈতিক চাপানউতোর তৈরি হয়েছিল তেল আভিভ, নয়াদিল্লি ও তেহরানের মধ্যে। বিস্ফোরণে ইরানের দিকে ইঙ্গিত উঠলেও সমস্ত অভিযোগ ঝেড়ে ফেলেছে তেহরান। কিন্তু দুই ‘বন্ধু দেশে’র বিবাদ মেটাতে এবার এনআইএ’র দ্বারস্থ হয়েছে সরকার।

উল্লেখ্য, বিস্ফোরণরে পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। বিস্ফোরণ পরবর্তী পরিস্থিতি সামলানো ও দূতাবাসের কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে তাঁকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পালটা জানান, ইজরায়েলি কূটনীতিবিদ ও দূতাবাসের নিরাপত্তা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেদিকে কড়া নজরদারি করছে প্রশাসন। পাশাপাশি, দূতাবাসের বাইরের হামলার প্রবল সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।