দরিদ্র ব্যক্তিদের বিরল রোগের চিকিৎসায় মিলবে ১৫ লাখ পর্যন্ত আর্থিক সাহায্য

0
604

বঙ্গদেশ ডেস্ক: ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে এই জাতীয় প্রকল্পে বিভিন্ন বিরল রোগের চিকিৎসার জন্য ১৫ লাখ পর্যন্ত আর্থিক সাহায্য দেবে সরকার। যেসব পরিবার দারিদ্র সীমার নিচে বসবাস করছে তাদেরকে এককালীন এই আর্থিক সাহায্য দেওয়া হবে। রাষ্ট্রীয় আরোগ্য নিধি প্রকল্পের আওতায় মিলবে এই আর্থিক সাহায্য।

প্রকল্প সম্পর্কে কিছু তথ্য:

এই প্রকল্পটি তিন ভাগে ভাগ করা হয়েছে।
১. রাষ্ট্রীয় আরোগ্য নিধি
২. হেলথ মিনিস্টার ক্যান্সার পেসেন্ট ফান্ড
৩. বিরল রোগের জন্য আর্থিক সাহায্য

› রাষ্ট্রীয় আরোগ্য নিধির আওতায় রয়েছে লিভার, কিডনি, হার্ট। এই সংক্রান্ত গুরুতর রোগের ক্ষেত্রে আর্থিক সাহায্য দেওয়া হবে।

› অন্যদিকে যারা ক্যান্সারে আক্রান্ত তারাও চিকিৎসার খরচ হিসাবে এককালীন আর্থিক সাহায্য পাবেন।

› বিরল রোগের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে সরকার।

উল্লেখ্য, এই সুবিধা কেবলমাত্র দারিদ্র সীমার নিচে বসবাসরত পরিবারগুলিকেই দেওয়া হবে। সরকারি চাকুরীজীবি এবং যাদের PMJAY অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে তারা কিন্তু এই স্কিমের সুবিধা ভোগ করতে পারবে না।

এই প্রকল্পে আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে হবে যেখানে আপনার নাম, ঠিকানা, বয়স আপনি কোন হাসপাতালে চিকিৎসাধীন, কি রোগ, উক্ত হাসপাতালের সুপারইন্টিডেন্ট এর স্বাক্ষর, যে ডাক্তার চিকিৎসা করছে তার স্বাক্ষরসমেত ইত্যাদি উল্লেখ করতে হবে। এরপর এই ফর্মের সঙ্গে আবেদনকারীর ইনকাম সার্টিফিকেট এবং রেশন কার্ডের জেরক্স কপি যুক্ত করে আবেদন করতে হবে। প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য www.mohfw.gov.inওয়েবসাইটে ভিজিট করুন।