পিএম কেয়ার্স ফান্ডের অর্থ ব্যয়ে অক্সিজেন প্ল্যান্ট গড়ে তোলা হবে, নির্দেশ কেন্দ্রের

0
653

বঙ্গদেশ ডেস্ক: গত বছর করোনা মহামারীর মোকাবিলার জন্য পিএম কেয়ার্স ফান্ড চালু করা হয়। যদিও এই ফান্ডের ব্যবহার ঘিরে একাধিক প্রশ্ন তোলেন বিরোধী দলগুলো। তাদের প্রশ্ন ছিল, এই বিপুল অর্থ কোন কোন খাতে কাজে লাগলো কেন্দ্র? কীভাবে তা ব্যয় করা হচ্ছে? এইসমস্ত তথ্য প্রকাশের দাবিতে সরব হন বিরোধীরা। বর্তমানে বিধানসভা নির্বাচনী মরসুমেও হট ইস্যু হয়ে দাঁড়িয়েছে পিএম কেয়ার্স ফান্ড। তবে সম্প্রতি কেন্দ্রের তরফে বলা হয়েছে, এই টাকা ব্যয় করে ১০০ টি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হবে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, গুজরাট, দিল্লী, উত্তর প্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাডু এই রাজ্যগুলিতে পরিস্থিতি অত্যন্ত ভয়ানক আকার ধারণ করেছে। তাই হাসপাতালে অক্সিজেনের ঘাটতি যাতে না হয় তার জন্য এই অর্থ ব্যয় করে অক্সিজেন প্ল্যান্ট গড়ে তোলা হবে।

কেন্দ্রের তরফে স্বাস্থ্য মন্ত্রককে পিএম কেয়ার্স ফান্ডের টাকায় অক্সিজেন প্ল্যান্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই নেই, যার ফলে রোগীর মৃত্যু হচ্ছে দ্বিগুণ হারে। এই অবস্থায় স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা ভালো করতে ১০০ টি হাসপাতালে নতুন করে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। প্রধানমন্ত্রীর সাহায্য চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। সংক্রমণের হার যেভাবে বাড়ছে তাতে হিমশিম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ডাক্তার-নার্সরা। তারপর বিভিন্ন জায়গায় অক্সিজেনের ঘাটতি রয়েছে বলে অভিযোগ উঠছে। তাই পরিস্থিতি মোকাবিলার জন্য অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রসঙ্গত, মহারাষ্ট্র, গুজরাট, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি, ছত্তিশগড়, পাঞ্জাব, এবং রাজস্থানে কোভিড -১৯ চিকিৎসার জন্য অক্সিজেনের ব্যবহার সবচেয়ে বেশি করা হচ্ছে বলে জানানো হয়েছে।