টুইটারে দাবি, বেঙ্গালুরু হিংসায় মহম্মদ নয়, প্রথমে অশ্লীল পোস্ট হয়েছিল হিন্দু-দেবদেবীদের নিয়ে

0
1311

বঙ্গদেশ ডেস্ক: সামান্য একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাতারাতি রণক্ষেত্রে পরিণত হয়েছে বেঙ্গালুরু। উন্মত্ত মুসলিম জনতার দাবি, ইসলামিক ধর্মগুরু মহম্মদকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন কংগ্রেস বিধায়কের এক আত্মীয়। এই কারণেই প্রতিবাদে তারা পথে নেমেছে, আক্রমণ করেছে পুলিশ স্টেশনে, পাথর ছুঁড়েছে, আগুন লাগিয়েছে সেই দলিত বিধায়কের বাড়িতে। কিন্তু ঘটনার একদিন কাটতে না কাটতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এল সোশ্যাল মিডিয়ায়৷ মহম্মদ নয়, প্রথমে হিন্দু দেবদেবীকে নিয়েই নোংরামো শুরু হয়েছিল ফেসবুকে।

রিতু রাঠৌর নামক এক টুইটার ব্যবহারকারীর দাবি অনুযায়ী, ‘ সর্বপ্রথম বসির নামের একজন ফেসবুক ব্যবহারকারী কন্নড় ভাষায় শ্রীকৃষ্ণকে ধর্ষক বলে ও দেবী লক্ষ্মীকে গণিকা বলে অপমান করেন এবং এরই পরিপ্রেক্ষিতে নবীন বলে এক ব্যক্তি ইসলামিক ধর্মগুরু মহম্মদকে নিয়ে মিম পোস্ট করেছিলেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বহু মানুষকে আক্রমণ করে উন্মত্ত মুসলিম জনতা। গোটা বেঙ্গালুরুকে জ্বালিয়ে দেয় তারা৷ আর এতকিছুর পরেও শুধুমাত্র নবীনকেই গ্রেফতার করেছে পুলিশ। ‘

মুহুর্তেই ভাইরাল হয়েছে এই টুইটটি। ভাইরাল হওয়ার পরে সকলেই নিজেদের মতামত ব্যক্ত করছেন এই বিষয়ে।

‘প্রথমে হিন্দু দেবদেবীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার পরেও সবশেষে শুধুমাত্র নবীন নামক সেই ব্যক্তিটিকেই কেন গ্রেফতার করা হয়েছে?’ প্রশ্ন তুলছেন নেটিজেনদের একটা বড় অংশ৷