ভারতে টিকটিক আসতে পারে রিলায়েন্সের হাতে

0
390

বঙ্গদেশ ডেস্ক: দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বে বিপজ্জনক হয়ে ওঠায় ৫৯টি চিনা অ্যাপ বন্ধ করে দিয়েছে ভারত সরকার৷ সেই তালিকায় ছিল টিকটিক৷ ওই অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন অনেকে৷ কারণ, জনপ্রিয় ওই অ্যাপের মাধ্যমে অনেকেই রোজগার করছিলেন৷

এবার তাঁদের মুখে হাসি ফোটানোর মতো খবর পাওয়া গেল৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের সঙ্গে চিনা সংস্থা বাইট ড্যান্সের আলোচনা শুরু হয়েছে৷ ওই সংস্থার অ্যাপ টিকটকের ভারতীয় সংস্করণ কিনে নিতে পারে রিলায়েন্স৷ সংবাদসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে৷

তবে তারা এ নিয়ে রিলায়েন্স বা বাইট ড্যান্সের কোনও সরকারি বক্তব্য দিতে পারেনি৷ যদিও একটি সূত্রের খবর, গত মাস থেকে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে৷ তবে এখনও তা চূড়ান্ত হয়নি৷ অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের রোষের মুখে পড়েছে চিনা এই অ্যাপ৷

ওই দেশে মাইক্রোসফট ওই চিনা অ্যাপ কিনে নিতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে৷ এর মধ্যে রয়টার্সের খবর ট্যুইটারও টিকটক কিনতে আগ্রহ দেখিয়েছে৷