ইরানে মোসাদের ছোবল? নিহত পারমানবিক বোমা তৈরির দায়িত্বে থাকা বিজ্ঞানী মহসেন

0
586

বঙ্গদেশ ডেস্ক :- ইরানের পরমাণু বিজ্ঞানী মাজিদ শাহরিরি হত্যার ১০ বছর পূর্তির ঠিক আগের দিনই তেহরানের বুকে আরও একটি আক্রমণ সংগঠিত হয়। এর আগে যে আক্রমণ করা হয়েছিল সেজন্যেও তেহরান ইসরাইলকে দায়ী করেছিল। এটি এবং অন্যান্য টার্গেটেড হত্যাকাণ্ড সেসময়েও ঘটেছিল, তৎকালীন স্টাকসনেট ভাইরাসকে একটি ইস্রায়েলি এবং আমেরিকান সৃষ্ট ভাইরাস বলে মনে করা হয়েছিল ও সেই হামলায় বহুসংখ্যক ইরানিয়ান সেন্ট্রিফিউজ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল।

ইরানের সর্বোচ্চ নেতা শনিবার তেহরানের সামরিক পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত বিজ্ঞানীদের হত্যার পিছনে যারা আছে তাদের “চূড়ান্ত শাস্তি” দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, ইসরায়েলের উপর এই হত্যাকাণ্ডকে দায় আরোপ করেছে ইরানের ইসলামিক প্রজাতন্ত্র।

এক দশক আগে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার বহু আগে থেকেই, ইরানের বিজ্ঞানীদের হত্যার সন্দেহ ছিল ইস্রায়েলের উপরে। মহসেন ফখরিজাদেহের হত্যাকাণ্ডের বিষয়ে এখনও কোনও কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আক্রমণটি সতর্কতার সাথে পরিকল্পিত ছিল এবং এটি সামরিক ধাঁচের আক্রমণের বৈশিষ্ট্য বহন করেছিল।

এই হত্যাকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অবসৃত হওয়ার দিনগুলিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করবে। ঠিক যেমন রাষ্ট্রপতি-নির্বাচিত জো বাইডেন পরামর্শ দিয়েছিলেন যে তার প্রশাসন তেহরানের সাথে পারমাণবিক চুক্তি পুনর্বিবেচনা পারে, যেখান থেকে ট্রাম্প এর আগে চুক্তি প্রত্যাহার করেছিলেন। পেন্টাগন শনিবারের প্রথম দিকে ঘোষণা করেছিল যে তারা ইউএসএস নিমিতজ বিমানবাহক পোতটিকে মিডিলইস্টে ফেরত পাঠিয়েছে।

গত শুক্রবার ইরানের তেহরান শহরের অনতিদূরে তাঁদের পরমাণু প্রকল্পের অন্যতম প্রধান মহসেন ফখরিজাদেহের উপরে কিছু অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলা চালায়। মহসেনের দেহরক্ষীদের সাথে তাদের গুলিযুদ্ধ হয়। গুলিবিদ্ধ হন মহসেনও এবং তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। বেশ কিছু হামলাকারীরাও এই গুলিযুদ্ধে নিহত হন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী জাভাদ জারিফ ট্যুইট করে জানান, এটি একটি ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’-এর ঘটনা। সুপ্রীম লীডার খোমেইনী বলেছেন, “দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও সেরা প্রতিরক্ষা বিজ্ঞানী ছিলেন তিনি।” এই হামলার পরে তাদের প্রথম ও প্রধান করণীয় হল “যে আততায়ীরা এই কাজ করেছে এবং যার নির্দেশে করেছে, তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”