রক্তের ঘাটতি দূর করার লক্ষ্যে বাঁকুড়ায় রক্তদান করলেন RSS-এর ১৫০ স্বয়ংসেবক

0
484

বঙ্গদেশ ডেস্ক: করোনা স্থবির করে দিয়েছে গোটা বিশ্বকে। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ছন্দে ফেরার চেষ্টা চলছে সর্বত্র। কিন্তু করোনার ধাক্কা সর্বত্র প্রকট। চাকরি, ব্যবসা, চিকিৎসা প্রায় প্রতিটি ক্ষেত্রই কমবেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই মহামারীর প্রকোপে। পাশাপাশি করোনার কবলে পড়ে মারাত্মক রক্ত সংকটে রয়েছে রাজ্যের হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কগুলো। প্রয়োজনের সময় রক্তের ঠিকঠাক যোগান না পাওয়ায় দিশেহারা অবস্থা সর্বত্র। এই সঙ্কট ও প্র‍য়োজনের মুহূর্তে মাঠে নেমে আরও একবার দৃষ্টান্ত স্থাপন করলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)।

রক্তের এই চরম সঙ্কট মোকাবেলার লক্ষ্যে RSS- এর শাখা সংগঠন সেবা ভারতীর উদ্যোগে ২৯ শে নভেম্বর বাঁকুড়া শহরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা এই শিবিরে উপস্থিত ছিলেন। উক্ত রক্তদান শিবিরে প্রবীণ-নবীন মিলিয়ে ১৫০ জন স্বয়ংসেবক রক্তদান করেন। মানুষকে রক্তদানে উৎসাহিত করতে এই রক্তদান শিবিরে বহু স্বয়ংসেবক যোগদান করেন এবং স্থানীয় মানুষদেরকে রক্তদানের সুফল বুঝিয়ে রক্তদান করতে উৎসাহিত করার চেষ্টা করেন।

মানুষের প্র‍য়োজনের মুহুর্তে মাঠে নেমে দৃষ্টান্ত স্থাপনে RSS এই প্রথম নয়। দেশে যখনই কোন‌ও দুর্যোগ, মহামারী, সীমাবদ্ধতার পরিস্থিতি এসেছে তখনই RSS এর স্বয়ংসেবকরা দেশের ও মানুষের সেবার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছে। বাঁকুড়ার রক্তদান শিবিরে আগত রক্তদাতা স্বয়ংসেবক শ্রী বিকাশ তিওয়ারি প্রতিক্রিয়াস্বরূপ বলেছেন RSS সবসময় মানুষের প্রয়োজনে ও দেশের সেবায় পাশে থাকবে।