ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত রাজ, হলেন মার্কিন চীফ তথ্য অধিকর্তা

0
573

বঙ্গদেশ ডেস্ক: – ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ডাঃ রাজ আইয়ার মার্কিন সেনাবাহিনীর প্রথম প্রধান তথ্য কর্মকর্তা হয়ে ইতিহাস তৈরি করেছেন, ‘দ্য হিন্দু’-র রিপোর্টে উল্লেখিত। মার্কিন সেনাবাহিনীর তথ্য প্রযুক্তি (আইটি) -র দিকটি পরিচালনার জন্য বার্ষিক ১৬$ বিলিয়ন ডলারের বাজেট নির্ধারণ করা হয়েছে। পুরো বিষয়টা তদারকির জন্য ২০২০ সালের জুলাই মাসে পেন্টাগন দ্বারা থ্রী স্টার জেনারেলের সমমর্যাদার এই পদটি তৈরি করা হয়েছিল।

এখন, ১০০ টি দেশ জুড়ে ১৫,০০০ এর বেশি বেসামরিক এবং সামরিক কর্মীরা তার অধীনে কাজ করবে। রাজ আয়ার মূলত তামিলনাড়ুর তিরুচিরাপ্পল্লির বাসিন্দা এবং তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) ত্রিচির প্রাক্তন ছাত্র। তিনিই এখন মার্কিন সেনাবাহিনীর ডিজিটাল আধুনিকিকরণের প্রয়াসগুলির তদারকি করবেন।

খুব সাধারণ পরিবার থেকে উঠে এসে আইয়ার একটি পূর্ণ ফেলোশিপ অর্জন করেন, এরফলেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তার পড়াশোনা শেষ করতে সক্ষম হয়েছিলেন।

শ্রী আয়ার আর্লিংটনের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সহ একাধিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি অ্যান আরবারের ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং আর্লিংটনের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

তার এই প্রোমোশনটি এমন একটি সময়ে এসেছে যখন মার্কিন সেনাবাহিনী চীন ও রাশিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের আধিপত্য বজায় রাখতে ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস এবং আরটিফিসিয়াল ইন্টেলিজেন্সের মতো উন্নত প্রযুক্তির ব্যবহার করছে। গোটা পৃথিবীর কাছে ভারতের মুখোজ্জ্বল করলেন এই ভারতীয় বংশোদ্ভূত তরুণ।