চীনা ভ্যাক্সিন নেওয়ার পরেও কোভিড পজিটিভ ইমরান খান এবং তার স্ত্রী!

0
1096

বঙ্গদেশ ডেস্ক – চাইনিজ কোভিড -১৯ ভ্যাকসিনের প্রথম শটটি নেবার পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিয়াজির নোভেল করোনভাইরাসের টেস্ট করানো হয়। পরীক্ষায় তাকে কোভিড পজিটিভ পাওয়া গেছে বলে পাকিস্তানের দ্যা ডন নিউজ তাদের রিপোর্টে উল্লেখ করেছে।


শনিবার ২০ মার্চ, পাকিস্তানের জাতীয় স্বাস্থ্যসেবা, নিয়ন্ত্রণ ও সমন্বয় বিষয়ক সংস্থার দায়িত্বে থাকা, পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফয়সাল সুলতান এই বিষয়টিকে নিশ্চিত করেছেন। সুলতান বলেছিলেন, ৬৮ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার রেজাল্ট আসার পরেই নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছেন।

সুলতান একটি টুইট বার্তায় বলেছেন, “প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড -১৯ রিপোর্ট পজিটিভ এসেছে এবং তিনি নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন।” প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তান কোভিড – ১৯ মহামারীর বিরুদ্ধে লড়তে চীনা ভ্যাকসিন ‘সিনোফর্ম’ ব্যবহার করছে। সম্প্রতি চীন স্বল্পমূল্যে পাকিস্তানে ৫,০০,০০০ ডোজের একটি ব্যাচ পাঠিয়েছিল।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার ১৮ ই মার্চ, ইসলামিক দেশটির নেতা সিনোফর্মের প্রথম শট নিয়েছিলেন। ১৭ ই মার্চ চীন থেকে পাকিস্তানের কাছে এই ভ্যাকসিনের দ্বিতীয় ব্যাচটি আসার পরেই ‘হ্যাণ্ডসাম’ খান ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন।

পাকিস্তানে, বর্তমানে স্বাস্থ্য কর্মী এবং বয়োজ্যেষ্ঠ নাগরিকদের টিকা দেওয়ার কাজ চলছে।

এই বিষয়টি সামনে আসার পরে “লাইভ ফীস্ট” এর সঞ্চালক শিব আরুর খবরটিকে টুইট করেন, তারপরে পাকিস্তানি নাগরিকেরা তাকে আক্রমণ করে। পালটা দেন তিনি এবং ভারতীয় নেটিজেনরা।

পাক প্রধানমন্ত্রী এবং চাইনীজ ভ্যাক্সিনকে চূড়ান্তভাবে ট্রোল করা হতে থেকে সোশ্যাল মিডিয়াতে। পিছিয়ে ছিলেন না প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং ডিফেন্সিভ অফেন্সের সঞ্চালক বৈভব সিংও। বলা বাহুল্য, এই ঘটনা ‘চাইনীজ ভাক্সিনের’ উপরে অনেকগুলি প্রশ্নচিহ্ন তুলে দিল।

পাকিস্তানের ফার্স্ট লেডি বুশরা বিবি’ও কোভিড পজিটিভ। বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পাকিস্তান এই অতিমারির মোকাবিলা কিভাবে করে, সেটাই এখন দেখার।