তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ, ভূমিপুত্রর বিরুদ্ধেই বিক্ষোভ দেখাল স্থানীয়রা

0
700

বঙ্গদেশ ডেস্ক: রাজ্যের তৃণমূল সুপ্রিমো জোর গলায় উন্নয়নের কথা বলছেন। কিন্তু সাধারণ মানুষ উল্টো সুর গাইছে।রাজ্যের উন্নয়নের নামে দুরবস্থার ফলে মানুষের রোষের মুখে পড়েছেন শাসক দলের চার বারের বিধায়ক অর্ধেন্দু মাইতি।

শনিবার দুপুরে অর্ধেন্দুবাবুকে ভগবানপুর বিধানসভা কেন্দ্রে কালো পতাকা দেখিয়েছে স্থানীয় লোকজন। রাস্তায় আটকে দেওয়া হয়েছে তাঁর গাড়ি। শেষমেশ কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তাপস দলুই বলেছেন,” এই ঘটনা সাধারণ মানুষের দীর্ঘ দিনের চাপা ক্ষোভের বহিঃ প্রকাশ মাত্র।”

পর পর চার বার তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন বিধায়ক অর্ধেন্দু মাইতি। কিন্তু পঞ্চম বারে ভোট প্রচারে আসামাত্রই সাধারন মানুষের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার ভগবানপুরে ব্যারেজ বিধানসভা কেন্দ্রে এক কর্মী সভায় যাচ্ছিলেন তিনি। কিন্তু সভায় পৌঁছানোর আগেই তাঁকে রাস্তার উপরেই ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার সাধারন জনগণ। এমনকি এমনকি কালো পতাকাও‌ও দেখানো হয়। এই ঘটনার জেরে সংবাদ একাধিক মানুষ বিধায়কের বিরুদ্ধে গো ব্যাক শ্লোগান দেয়। এই রকম পরিস্থিতিতে নিজের ঘরের বিধানসভা কেন্দ্রেই বিপাকে পড়েছেন তিনি। ক্রমেই তাঁকে ঘিরে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করলে ঘটনা স্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর একটি বিশেষ দল এবং পুলিশ বাহিনী। শেষে কেন্দ্র এবং রাজ্য প্রশাসনের হস্তক্ষেপে সমগ্র উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাধারন মানুষের ভোটে দীর্ঘ চার বার বিধায়ক হওয়া সত্ত্বেও এলাকার কোনোরকম উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি আগের মতই। শুধুমাত্র উন্নয়ন হয়েছে বিধায়কের নিজের এবং নিজের পরিবারের।

সুত্রের খবর অনুযায়ী অধিকাংশ পরিষেবা থেকেই বঞ্চিত হয়েছে এলাকার সাধারণ জনগণ । এলাকাবাসীর অভিযোগ, ভোট আসে ভোট যায় বদল হয় শাসকের মুখ কিন্তু সাধারন মানুষের দুর্দশা একই থেকে যায়।

বিক্ষোভের ঘটনায় পদ্ম শিবিরের বক্তব্য,” উন্নয়ন অবশ্যই হয় কিন্তু তা কেবল বিধায়কের নিজের বাড়ির মানুষ এবং আত্মীয়দের জন্য বরাদ্দ। বাকি মানুষজন সব দিক থেকে বঞ্চিত হয়েছে।” এই বক্তব্যের পাল্টা জবাবে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী অর্ধেন্দু মাইতি বলেছেন “এটা বিজেপি চক্রান্ত। এই রকম ভাবে অপপ্রচার চালিয়ে বিজেপি লাইমলাইটে আসার চেষ্টা করছে। উন্নয়নের বদলে অবনতির যুক্তিকে নস্যাৎ করে তিনি বলেছেন, এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে ।”