প্রতিরক্ষায় ‘আত্মনির্ভর’ ভারত: ব্রহ্মস আর আকাশ মিসাইল বিক্রী করবে বন্ধু দেশগুলিকে

0
505

বঙ্গদেশ ডেস্ক:- বেশ কিছু বছর ধরে ভারত, অস্ত্র আমদানিকারক নয় বরং একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পেতে চাইছে। পাশাপাশি একটি দায়িত্বশীল দেশ হিসেবে “বন্ধুত্বপূর্ণ” সম্পর্ক আছে এমন দেশগুলির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করার প্রয়াসে কাজে লাগাচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্রকে। ভারত সামনের বছরগুলিতে ভূমি থেকে আকাশে আঘাত হানতে পারে এরূপ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস সুপারসনিক ক্রুজ এবং অন্যান্য অস্ত্রও বিক্রি করতে পারে, এমন দেশগুলির একটি তালিকা তৈরি করেছে।

ব্রহ্মস ক্রুজ মিসাইল রফতানি

প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র থেকে জানা গিয়েছে, রাশিয়ার সঙ্গে যৌথভাবে তৈরি ব্রহ্মস মিসাইল ফিলিপিন্সে রফতানির বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত অনুমোদনের জন্য ডিফেন্স সংক্রান্ত কমিটির কাছে রয়েছে।

তালিকার দ্বিতীয় দেশ ইন্দোনেশিয়া। অন্যদিকে ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং দক্ষিণ আফ্রিকাও ২৯০ কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র অর্জন করার আগ্রহ প্রকাশ করেছে, যা ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্যও “যথাযথভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাতের অস্ত্র” হিসাবে বহুলব্যবহৃত হয়।

আকাশ ক্ষেপণাস্ত্র রপ্তানি

অন্যদিকে আরও নয়টি দেশ রয়েছে, যারা দেশীয়ভাবে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র সিস্টেমটি কিনতে আগ্রহ দেখিয়েছে। এটি শত্রু বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং সাবসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলিকে ২৫ কিলোমিটার দূর থেকে ইন্টারসেপ্ট করতে পারে। যে দেশগুলি আকাশ সিস্টেমে আগ্রহ দেখিয়েছে তারা হল কেনিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরিন, সৌদি আরব, মিশর, ভিয়েতনাম এবং আলজেরিয়া।

“৯৬ শতাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় আকাশ মিসাইল সিস্টেম রফতানি করার জন্য কোনও তৃতীয় দেশের সম্মতি নেওয়ার দরকার নেই। অন্যদিকে ব্রহ্মস বিক্রির জন্য, রাশিয়াকে রাজি করাতে হবে” একটি বিশেষ সূত্র জানিয়েছে।

ব্রহ্মস এবং আকাশ উভয়ই ব্যবহৃত, পরীক্ষিত এবং সফলভাবে সার্ভিসে অন্তর্ভুক্ত হওয়া একটি সিস্টেম। ইতিমধ্যেই ভারতীয় সশস্ত্র বাহিনী আকাশের জন্যে কয়েক বছরে ২৪,০০০ কোটি টাকার একটি চুক্তি করেছে, আগামীতে আরও ১০,০০০ কোটির চুক্তির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ব্রহ্মসের জন্য ৩৬,০০০ কোটি টাকার চুক্তি করা হয়েছে।