ফাইনালের প্রথম জিত বাঙ্গালীর হাত ধরে, ব্যাডমিন্টনে বিশ্বজয় ভারতের

বঙ্গদেশ ডেস্ক: ইতিহাস গড়েছেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়রা। ভারতের পুরুষ ব্যাডমিন্টন দলটি এই প্রথমবার থমাস কাপ জিতেছে। ব্যাডমিন্টন টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে উঠেছিল। তার পরেই এই খেতাব জয়।

ম্যাচের আগে ভারত মাতা কি জয় স্লোগান তুলে কোর্টে নেমেছিলেন ভারতীয় খেলোয়াড়রা। লক্ষ্য সেন ও কিদাম্বি শ্রীকান্ত এককভাবে ম্যাচ জিতেছেন। অন্যদিকে, সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ শেঠির জুটি ডাবলস ম্যাচ জিতে নিয়েছেন। এর আগে অবশ্য, ভারতীয় দল সেমিফাইনালে রোমাঞ্চকর ম্যাচে ২০১৬ সালের চ্যাম্পিয়ন ডেনমার্ককে ৩-২ ব্যাবধানে হারায়। একইসঙ্গে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মালয়েশিয়া।

জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন ভারতীয় খেলোয়াড়দের। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, ইতিহাস তৈরি করেছে ভারতীয় ব্যাডমিন্টন দল। ভারতের থমাস কাপ জয়ে উচ্ছ্বসিত সমগ্র দেশ। অভিনন্দন এবং শুভকামনা দুর্দান্ত এই দলকে। এই জয় অনান্য খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করে তুলবে। ব্যাডমিন্টন দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।অনুরাগ ঠাকুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, টিম ইন্ডিয়া ইন্দোনেশিয়াকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবার থমাস কাপ শিরোপা জিতেছে। গোটা ক্রীড়াজগত ভারতীয় দলের পারফরম্যান্সে গর্বিত।

প্রসঙ্গত উল্লেখ্য, সেমিফাইনালে এইচএস প্রণয় শেষ ম্যাচে জয় পেলেও ফাইনালে যাওয়ার সুযোগ একদম পাননি। ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের কথা আবারও উল্লেখ করা হয়েছে। তিনি ১৯৮০ সালে অল ইংল্যান্ড শিরোপা জিতেছিলেন। তিনিই প্রথম ভারতীয় হিসেবে এই সাফল্য অর্জন করেছিলেন। এখন তাঁর যোগ্য শিষ্য লক্ষ্য সেন ভারতীয় দলের সদস্য হিসেবে প্রথমবার থমাস কাপ জিতেছেন।