বিশ্বজুড়ে কোভিড মোকাবিলায় ভারতের ভূমিকাকে কুর্নিশ জানাল সুইডেন

0
648

বঙ্গদেশ ডেস্ক – ভারতে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত ক্লাস মোলিন ভারতকে ‘বিশ্বের ফার্মাসি’ বলে সম্বোধন করেছেন। সেই সঙ্গে নয়াদিল্লীকে অভিনন্দন জানিয়েছেন অতিদ্রুত কোভিড -১৯ ভ্যাকসিন তৈরির জন্যে। পরবর্তীতে বিভিন্ন দেশগুলিতে তা বিতরণের জন্য ভারতের প্রশংসায় মুখর হয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ভারত-সুইডেন ভার্চুয়াল সামিটের বিষয়ে উইওনের সঙ্গে কথা বলতে গিয়ে মোলিন বলেছিলেন, দুটি দেশই অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছে কোভীডের বিরুদ্ধে লড়তে।

“এটি সত্য, অ্যাস্ট্রাজেনেকা এখানে পুনেতে সিরাম ইনস্টিটিউটকে ব্যাপকভাবে সহযোগিতা করছে। আমরা ভারতে ভ্যাকসিনের উৎপাদন এবং সেগুলির ‘রোল আউট’, উভয় বিষয়ই পর্যবেক্ষণ করছি। এছাড়াও কোভাক্সের অধীনে আন্তর্জাতিকভাবে এবং দ্বিপক্ষীয়ভাবে করা প্রচেষ্টাগুলি; আর নিজের প্রতিবেশীদের সহায়তা করার জন্য ভারত যা করছে তাও আমরা দেখছি” উইওনকে দেওয়া ইন্টার্ভিউতে এই সুইশ কূটনীতিক এভাবেই বারবার ভারতের ভূমিকার প্রশংসা করেছেন।

শ্রী মোলিন জানিয়েছেন, এক দশকেরও বেশি সময় ধরে স্বাস্থ্য বিষয়ে দু’দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার পাশাপাশি একটি সমঝোতা স্মারক চুক্তিও (MOU) রয়েছে।

এই সমঝোতা বা ‘মৌ’ (MOU – মেমোরাণ্ডাম অব আণ্ডারস্ট্যাণ্ডিং) অনুসারে, গত শুক্রবার শীর্ষ সম্মেলনে একাধিক বিষয়ে আলোচনা হয়। সেখানে উত্থাপিত মূল বিষয়গুলির মধ্যে একটি হ’ল রাজস্থানের যোধপুরের ‘এইমস’ স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা। রাষ্ট্রদূত মোলিন বিশ্বাস করেন, এটি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ও বিশ্বাসের একটি প্রমাণ।

“অবশ্যই, এই সময়ে দাঁড়িয়ে কোভিড আলোচনার বিষয় ছিল। আমি বিশ্বাস করি, আর এখন এটা নিশ্চিতভাবে বলাও যায়, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বিশ্বের ফার্মাসি হিসেবে ভারতে অনেক ক্ষেত্রেই যে কাজ করা হচ্ছে তারজন্যে ভারতকে অভিনন্দন জানাচ্ছে সুইডেন।” একজন প্রথিতযশা ডিপ্লোম্যাট তাও স্যুইডেনের মত দেশের এভাবে ভারতের প্রশংসা করায়, তা গোটা বিশ্বের সম্মুখে ভারতের মুখোজ্জ্বল করবে। একদিকে প্রতিবেশী চীন যখন কোভীড ছড়াচ্ছে, পাকিস্তান সন্ত্রাস ছড়াচ্ছে, তখন ভারত ভ্যাক্সিনের মাধ্যমে মৈত্রী এবং শান্তির বার্তা দিচ্ছে, গোটা বিশ্বকে।