মালদহ-মুর্শিদাবাদে বাঙ্গালীদের ওপর নির্মম অত্যাচার, অভিযোগ নিষ্ক্রিয় প্রশাসন

বঙ্গদেশ ডেস্ক:মালদহের কালিয়াচকে হিন্দুদের উপর চাপ সৃষ্টি করা করা হচ্ছে ধর্মান্তরকরণের জন্য। এমন বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে কালিয়াচক থানার আইসি-র বিরুদ্ধে। এই ঘটনার জেরে প্রতিবাদে রাস্তায় নেমেছেন হিন্দু মহিলারা। গতকাল রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে, কিছু মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে আছেন। প্ল্যাকার্ডে লেখা রয়েছে,“কালিয়াচক থানার আইসি আমাদের মুসলিম ধর্ম গ্রহণ করতে বলছে। বিভিন্নভাবে চাপ দিচ্ছে যাতে আমরা মুসলিম হই। আমরা আমাদের ধর্ম পরিবর্তন করতে চাই না”।

অন্য একটি প্ল্যাকার্ডে লেখা রয়েছে, যে ধর্মান্তরকরণে রাজি না হওয়ার হিন্দু পুরুষদের গ্রেফতার করেছে পুলিশ। কোনও কোনও প্ল্যাকার্ডে মহিলারা তাদের স্বামীকে ফেরত দেওয়ার দাবী‌ও তুলেছেন। সুকান্ত মজুমদারের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

নিজের এই দীর্ঘ পোস্টে ছবি দেওয়ার পাশাপাশি সুকান্ত মজুমদার লেখেন, “পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার আইসি সাহেব এলাকার কিছু গরীব হিন্দু পরিবারকে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের জন্য ক্রমাগত চাপ দিচ্ছে। এরই প্রতিবাদে ধরনায় বসেন উক্ত পরিবারের মহিলা এবং শিশুরা। তাঁদের আরও অভিযোগ তাদের পরিবারের পুরুষ সদস্যদের গ্রেপ্তার করে ধর্ম পরিবর্তনের চাপ দেওয়া হয়। এছাড়াও ঐ এলাকায় পূর্বে দুজন হিন্দুকে বলপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে। গনতান্ত্রিক দেশ ভারতবর্ষ সংবিধান অনুসারে চলে এবং সংবিধানের ২৫ নং অনুচ্ছেদ ভারতের প্রত্যেকটি নাগরিককে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের অর্থাৎ ক্ষমতায় বসে থাকা সরকারের। সেখানে একজন সরকারি পুলিশ অফিসার যিনি থানার ইন্সপেক্টর তিনি কীভাবে ধর্মান্তরিত হবার জন্য কোনো মানুষকে চাপ দিতে পারেন? এটা পুরোপুরি শাস্তিযোগ্য অপরাধ”। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কালিয়াচক থানার আইসি-র কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এই ঘটনার পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার কালিতলা গ্রামের একটি ঘটনাও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে কিছু বয়স্কা বৈষ্ণবী পুলিশের অনুমতি নিয়ে পুলিশের পাহারাদাড়িতেই হরিনাম সংকীর্তনের শোভাযাত্রা বার করেছিলেন। কিন্তু শোভাযাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মুড়ি-মুড়কির মত বোমা হামলা। স্থানীয় সূত্রমতে, জেহাদি আক্রমণে দুই জন সিভিক ভলান্টিয়ার ও গুলিতে একজন কনস্টেবল গুরুতর আহত হয়েছে। ওই এলাকায় হিন্দুদের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে তারা পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছে।ভয়াবহ পরিস্থিতির বিচার করে বর্তমানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।