আগুন লাগার পরেও – ৩৫

0
615

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১] – [১২] – [১৩] – [১৪] – [১৫] – [১৬] – [১৭] – [১৮] – [১৯] – [২০] – [২১] – [২২] – [২৩] – [২৪] – [২৫] – [২৬] – [২৭] – [২৮] – [২৯] – [৩০] – [৩১] – [৩২] – [৩৩] – [৩৪]

পঁয়ত্রিশ

খুশি খাটে বসে বসে জানলার পাশের বকুল ফুলের গাছটার দিকে দেখছিল। এই বাড়ির সাথে, বাড়ির মানুষগুলোর সাথে বকুলগাছটা বড্ড বেমানান। তাও ওটা রয়ে গেছে। হয়ত এই বাড়িতে বকুল ফুলের দিকে কেউ তাকায় না, সেইজন্যই রয়ে গেছে। তাকালে হয়ত এই গাছটাও নষ্ট হয়ে যেত। যেমন সে গেছে।

হূণ বলে গেছে আজ ডাক্তার আসবে। ঠিকই আছে। শুধু শুধু এই পরিবেশে একটা প্রাণকে এনে কষ্ট দেওয়ার কোন মানে হয় না। সেই মজিদকে বলেছিল যাতে বাচ্চাটা আসার আগেই ফেলে দেওয়া যায়। অমল আর তার অনেক স্বপ্নের, অনেক খুশির কারণ ছিল এই প্রাণটা। বিয়ের তিন বছর পরে সে মা হতে যাচ্ছিল। মনে আছে, কথাটা জেনে অমল প্রথমে কিরকম চিন্তায় পড়ে গেছিল। প্রথম কয়েকদিন তো তাকে বাড়ি থেকে বেরতে অবধি দিচ্ছিল না। তারপরে বুঝিয়ে বলতে একটু যেন হাঁফ ছেড়ে বেঁচেছিল। পাগল ছিল পুরো একটা।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo