কৃষকদের কংগ্রেস আমলের দ্বিগুণ ভর্তুকি দিচ্ছে মোদী সরকার, তথ্য দিলেন অর্থমন্ত্রী

0
634

বঙ্গদেশ ডেস্ক: কৃষক আন্দোলন নিয়ে এই মুহুর্তে দেশ যখন উত্তাল, খালিস্তানপন্থী কৃষক বাহিনী দেশের জাতীয় পতাকার চরম অবমাননা করেছে এবং দেশবিরোধী একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে সেই মুহুর্তে দাঁড়িয়েও কেন্দ্রীয় সরকার দেশের কৃষকদের স্বার্থ মাথায় রেখে কৃষি নিয়ে বড়সড় ঘোষণা করলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেটে ঘোষণা করেছেন যে, কেন্দ্রীয় সরকার কৃষকদের ন্যূনতম সমর্থন মূল্য দিতে সদাসর্বদা বদ্ধপরিকর। এবং আগামী দিনেও যাতে কৃষকরা MSP-তেই ফসল বিক্রি করতে পারেন, তা নিশ্চিত করা হবে সরকারের পক্ষ থেকে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, “সরকার কৃষকদের উন্নতির জন্য সবরকম পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত। MSP’র পরিমাণমতো পরিবর্তন করে সব ফসলের ক্ষেত্রে তা উৎপাদন খরচের দেড়গুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” নির্মলা আরও জানান, “ভারত সরকারের ন্যূনতম সমর্থন মূল্যে ফসল কেনার পরিমাণ গত কয়েক বছরে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে গমের কথা। ২০১৩-১৪ অর্থবর্ষে ভারত সরকার ন্যূনতম সমর্থন মূল্যে গম কিনত ৩৩ হাজার ৮৭৪ কোটি টাকার। ২০১৯ সালে তা বেড়ে হয়েছে ৬২ হাজার ৮০২ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তা আরও বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৬০ কোটি টাকা। এইভাবে ধানের ক্ষেত্রে ফসল কেনার পরিমাণ বৃদ্ধি পেয়ে ১ লক্ষ ৭৪ হাজার ৭৬৫ কোটি টাকা হয়েছে। এই মুহূর্তে দেশে ১.৫৪ কোটি কৃষক ধানচাষ করেন। যা আগের থেকে অনেকটাই বেশি।” অর্থমন্ত্রী আরও বলেছেন, আগামী দিনে MSP’র পরিমাণ আরও বাড়ানো হবে সরকার সেজন্য পরিকল্পনা শুরু করেছে।

এছাড়াও কৃষক তথা গ্রামীণ অর্থনীতির উন্নতির জন্য একাধিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী জানিয়েছেন, ১৬.৫৪ হাজার কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করবে যাতে কৃষকরা সহজেই ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। আগের তুলনায় ১০ হাজার কোটি টাকা বাড়িয়ে ৪০ হাজার কোটি টাকা গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে।

গ্রামীণ অর্থনীতির জন্য এই বাজেটে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, এবছর আরও এক কোটি পরিবারকে উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত করা হবে। এই মুহূর্তে ৮ কোটি পরিবার এই প্রকল্পের অধীনে রয়েছে। আগামী দিনে তা বেড়ে সেই সংখ্যাটি হবে ৯ কোটি। সেই সঙ্গে আগামী ৩ বছরের মধ্যে আরও ১০০ জেলায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার ব্যবস্থা করবে সরকার। এবার গ্যাস লাইন প্রকল্প চালু করা হবে কাশ্মীরেও।