চারিদিকে আর্ত চিৎকার, গুলির আওয়াজ! শীতলকুচির হাড়হিম করা ভিডিও ভাইরাল

0
601

বঙ্গদেশ ডেস্ক: ১০ ই এপ্রিল শনিবার চতুর্থ দফার নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচিতে ঘটেছে এক জঘন্যতম অমানবিক কাণ্ড। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে বেঘোরে প্রাণ হারিয়েছিল চারজন গ্রামবাসী। অভিযোগ, শয়ে শয়ে গ্রামবাসী সেদিন আগ্নেয়াস্ত্র নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরেছিল। তাদের অস্ত্র লুঠ করার চেষ্টাও করেছিল। সেনাবাহিনী আত্মরক্ষার স্বার্থে গুলি চালাতে বাধ্য হয়। যার জেরে চারজন গ্রামবাসী প্রাণ হারিয়েছে।

সেদিন কি হয়েছিল, আর কি না হয়েছিল তা একমাত্র পূর্ণাঙ্গ তদন্তের পরই জানা যাবে। তবে ইতিমধ্যে সেদিনের ঘটনা বলে দাবি করে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে । বাংলার দৈনন্দিন সংবাদমাধ্যম ABP আনন্দ সেই ভিডিওটি প্রকাশ করেছে। যদিও আমাদের পক্ষে সেই ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওতে অজস্র গ্রামবাসীকে লাঠিসোটা হাতে ঘুরতে দেখা যাচ্ছে। আশপাশ থেকে শোনা যাচ্ছে অসংখ্য মানুষের চিৎকার। ওই ভিডিওতে মহিলাদেরও চিৎকার চেঁচামেচি করতে দেখা যাচ্ছে। ভিডিওতে কয়েকজন পুলিশের কর্মীকেও ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। শোনা গিয়েছে কয়েক রাউন্ড গুলির আওয়াজ।

https://www.facebook.com/abpananda/videos/761944104503299/?app=fbl
ভিডিওতে মহিলাদের হাতে লাঠি নিয়ে চিৎকার করতে দেখা যাচ্ছে। গুলিতে নিহত একজনের দেহ রাস্তায় এনে গ্রামবাসীদের তীব্র আর্তনাদ করতেও দেখা যাচ্ছে। এরপর গুলি লেগে দুজনকে আহত অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখা গিয়েছে। এছাড়াও কিছু মানুষকে একটি বন্ধ ঘরের দরজায় জোরে জোরে আঘাত করতেও দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে মানুষের বুকফাটা কান্না।

তবে, ভিডিওটি কোথাকার এবং কবেকার সেটা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। তবে এই হাড়হিম করা ভিডিও দেখে আঁতকে উঠছে আট থেকে আশি।