দেশের সেরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

0
2149

বঙ্গদেশ ডেস্ক: দেশের সেরা মুখ্যমন্ত্রী কে? জনতা কী রায় দিচ্ছে এই বিষয়ে? তাই জানতেই একটি বেসরকারি টিভি চ্যানেলে সমীক্ষা করা হয়৷ আর সেই সমীক্ষায় ভারতের মানুষ উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথকেই দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন৷

ওই সংবাদমাধ্যমের দাবি, এবারই প্রথম নয়৷ বরং এর আগে পর পর দু’বার যোগীকেই সেরা মুখ্যমন্ত্রী বলে মনে করেছিল মানুষ৷ ফলে তাঁদের সমীক্ষা অনুযায়ী, এই নিয়ে পর পর তিনবার দেশের সেরা মুখ্যমন্ত্রী হলেন বিজেপির এই গেরুয়াধারী নেতা৷ ওই সমীক্ষায় দেখা গিয়েছে, উত্তর প্রদেশের ৪৯ শতাংশ মানুষ যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেন৷

এই পরিসংখ্যানে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁর থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন৷ যেমন বিহারের ৫৫ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারকে পছন্দ করেন৷ কিন্তু যখন গোটা দেশে সমীক্ষা করা হয়, ভারতের সেরা মুখ্যমন্ত্রী কে জানতে, তখন ২৪ শতাংশ ভোট পেয়ে দেশের সেরা মুখ্যমন্ত্রী হয়েছেন যোগী আদিত্যনাথ৷

এর আগে জানুয়ারিতেও একই ধরনের সমীক্ষা করা হয়েছিল৷ সেই সমীক্ষাতেও সেরা হয়েছিলেন যোগী৷ কিন্তু তখন তাঁর দিকে ১৮ শতাংশের সমর্থন ছিল৷ ফলে বোঝা যাচ্ছে যে এই কয়েকমাসে সমর্থন বেড়েছে যোগীর৷

সম্প্রতি উত্তর প্রদেশে বিকাশ দুবে নামে এক দুষ্কৃতী পুলিশের হাত থেকে পালাতে গিয়ে এনকাউন্টারে নিহত হয়৷ তার পর বিরোধী রাজনৈতিক দলগুলি যোগী আদিত্যনাথের পুলিশের বিরুদ্ধে সরব হয়৷ ওই এনকাউন্টার ফেক বলেও অনেকে দাবি করেন৷

কিন্তু এত সমালোচনার পরও যোগীর প্রতি দেশের মানুষের বিশ্বাস যে অটুট৷ তা এই সমীক্ষাতেই প্রমাণ পাওয়া যাচ্ছে বলে রাজনৈতিক মহলের মত৷