বাঙ্গলা ভাগের হুমকি কে‌এল‌ও প্রধান জীবন সিংহের

বঙ্গদেশ ডেস্ক: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই ফের আলাদা রাজ্যের দাবি তুলেছে কেএলও বা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। আলাদা কোচ-কামতাপুর রাজ্যের দাবি তুলে প্রকাশ করেছেন কেএলও সুপ্রিমো জীবন সিং। এছাড়াও জন বার্লা, নিশীথ প্রামাণিক, ডাক্তার জয়ন্ত কুমার রায়দের আলাদা রাজ্যের দাবিকে সমর্থনের কথাও শোনা গিয়েছে সেই ভিডিওতে।

ওই ভিডিওতে কেএলও প্রধান জীবন সিং-কে বলেছে, জঙ্গলে সশস্ত্র ঘেরাটোপে রয়েছেন তিনি। ্ শুরুতেই তিনি বলেছেন, “জন বার্লা, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়ের নেতৃত্বে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ সাংসদ ও বিধায়কদের কাছে পৃথক কোচ-কামতাপুর রাজ্য গঠনের দাবি করছি। বৃহত্তর কোচবিহার বা কামতাপুর রাজ্য গঠন করবেন কোচ-কামতাপুরের মানুষ। সেই সঙ্গে নিজের রাজনৈতিক ভাগ্য নিজেরাই তৈরি করবেন।”

ওই ভিডিওতে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কোচ-কামতাপুরে পা ফেলবেন না। কোচ-কামতাপুর গঠনে কোনও হস্তক্ষেপ বা বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না।” জোরজবরদস্তি কিছু করতে এলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে, জানান কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান জীবন সিং।

প্রসঙ্গত, সোমবার থেকে তিনদিনের উত্তরবঙ্গ জেলা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সফর ঘিরে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে জেলাজুড়ে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, কিছু লোক নিয়ে তৈরি হয়েছে কেএলও। এরা ভারত বিরোধী শক্তি। হঠাৎ করে মাথা চাড়া দেওয়ার প্রধান কারণ হল রাজ্য ভাগ করার জন্য উস্কানিমূলক মন্তব্য। মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে কেএলও প্রধান জীবন সিংহকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমি জীবনে বহু বন্দুক দেখেছি, আমাকে বন্দুক দেখিও না। তোমাদের বন্দুক কীভাবে ভোঁতা করতে জানি।