করোনা আক্রান্তের মৃতদেহ দেখাতে ৫১ হাজার টাকা দাবি বেসরকারি হাসপাতালের

0
435

বঙ্গদেশ ডেস্ক: করোনা সংকটের মধ্যে বেসরকারি হাসপাতালগুলির রোগীদের উপর চিকিৎসার খরচ আরও বেশি চাপিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে৷ তবে এবার যে তথ্য সামনে এল, তা কার্যত হাড়হিম করে দেওয়ার মতো৷

করোনায় আক্রান্তের মৃতদেহ দেখানোর জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠেছে এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে৷ একটি ইংরেজি খবরের ওয়েবসাইটে তা প্রকাশিত হয়েছে৷ সেই খবর অনুযায়ী, শনিবার মধ্যরাতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় হরি গুপ্ত নামে এক ব্যক্তির৷

তাঁর ছেলে সাগর গুপ্তর দাবি, মৃত্যুর পর বেশ কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর তবেই ওই হাসপাতাল থেকে বিষয়টি তাঁদের জানানো হয় অনেক পরে৷ তাঁরা হাসপাতালে পৌঁছলে জানানো হয় যে মৃতদেহ সৎকারের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে৷ সেই কারণে সাগরবাবু শিবপুর শ্মশানে পৌঁছন৷

তখন তাঁদের মৃতদেহ দেখানোর জন্য ৫১ হাজার টাকা দাবি করা হয়৷ আর তা হাসপাতালের এক কর্মী দাবি করেন বলে ওই ব্যক্তির অভিযোগ৷ অনেক টালবাহানার পর ৩১ হাজার টাকা দিলে মৃতদেহ দেখানো হবে বলে জানানো হয়৷ কিন্তু সাগরবাবু পুলিশের সঙ্গে যোগাযোগ করেন৷

পুলিশ এলেও হাসপাতালের কর্মীরা মৃতদেহ দেখাতে অস্বীকার করেন৷ তাঁরা উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার পরামর্শ দেন৷ পুরো ঘটনা ভিডিও করতে চাওয়া হলে ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করা হলে পরিস্থিতির বদল ঘটে৷

আড়াই হাজার টাকার বিনিময়ে মৃতদেহ দেখতে দেওয়া হয়৷ যদিও প্রশাসনের দাবি, এ নিয়ে কেউ কোনও অভিযোগ করেনি৷ অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে৷