তৃনমূলের নেতারা ঘরে বসে কেন? ধমক মমতার

বঙ্গদেশ ডেস্ক: ২১ জুলাই সমাবেশ হচ্ছে না এটা মমতা আগেই জানিয়েছিলেন। বলেছিলেন, ‘স্যাকরিফাইস করছি।’ কিন্তু ২১ শে জুলাই এর মতো এত বড় জনসংযোগের সুযোগ তো নেই, তাই মমতা বুথ স্তরে একুশে জুলাই পালনের নির্দেশও তিনি দিয়ে রেখেছেন। পুরো বিষয়টি নিয়ে একটি অনলাইন আলোচনা সভা আয়োজন করেছিল তৃণমূল। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বৈঠকে নেতা মন্ত্রী, দলের সাংগঠনিক পদাধিকারীরা উপস্থিত ছিলেন। সেখানেই সবাই নেত্রীর ধমকের মুখে পড়েন।

লোকসভা ভোটের পর বিজেপি বেশ কিছুদিন চুপচাপ ছিল। নীচুতলার কর্মীরাও অধৈর্য হয়ে উঠছিলেন। এর পর আস্তে আস্তে বিজেপি জনসংযোগে মন দিয়েছে। একের পর এক ভার্চুয়াল জনসভা করা হয়েছে রাজ্য বিজেপির তরফে।

সূত্রের খবর পাল্টা তৃণমূলকে তৈরি হওয়ার কথা বললেন মমতা। তিনি জানিয়ে দেন প্রত্যেককে তার নিজের এলাকা থেকে জিততে হবে। সেজন্য এখন থেকেই জনসংযোগ শুরু করতে হবে। তার কথায়
‘বিজেপি নেতারা রাস্তায় নেমে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রচার করছে। আর আপনারা ঘরে চুপচাপ বসে আছেন?’

এদিন রেল-কয়লাক্ষেত্রের বেসরকারীকরন, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রভৃতি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে লাগাতার আক্রমনের নির্দেশ দেন তিনি।
আমফান ত্রাণ-দুর্নীতির বিরুদ্ধে তিনি যে কঠোর অবস্থান নেবেন তা এদিনের বৈঠকে স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো।