” মুখ্যমন্ত্রী নির্বাচনে তাঁর সিদ্ধান্ত‌ই চূড়ান্ত”– জনসভায় জোর গলায় দাবি আব্বাস সিদ্দিকীর

0
679

বঙ্গদেশ ডেস্ক:- মধ্যমগ্রামের পাটুলির একটি জনসভা থেকে এক বিস্ফোরক দাবি করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সুপ্রিমো তথা ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদিক্কী। তিনি প্রকাশ্য সভায় ঘোষণা করেছেন, একুশে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন সেটা আমিই ঠিক করব। আমার সিদ্ধান্ত‌ই চূড়ান্ত। একুশে মুখ্যমন্ত্রী কে হবেন তাঁর চাবিকাঠি থাকবে আমার কাছে।

তিনি আরও বলেছেন, ‘২০২১ এর সমস্ত ডেটা রিপোর্ট বলছে আব্বাস সিদিক্কীই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ফয়সলা করবে। অর্থাৎ আমি যা বলব সেটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর অর্থ আমি এমন এক ব্যালেন্সিং জায়গায় চলে গেছি, কেউ আর একা হতে পারছে না। সবথেকে বেশি টার্গেট সফল ব্রিগেডের পর থেকে। ব্রিগেডে যা হয়ে গেল, মিডিয়া রিপোর্ট বলছে ৮০ বছর ১০০ বছরের ইতিহাসে এতবড় সভা আগে কোনদিনও হয়নি। আর আমি বলছি, তখন এসব সম্ভবও ছিল না। কারণ তখন যোগাযোগ ব্যবস্থাও এত উন্নত ছিল না।”

এছাড়াও তিনি বলেছেন, ‘পৃথিবীর ইতিহাসে এত জনসমাগম এই প্রথম।’ আব্বাস সিদ্দিকীর এই বিস্ফোরক দাবির পর কার্যত চাপে পড়েছে বাম-কংগ্রেস। কারণ আব্বাস সিদ্দিকীর কথায় স্পষ্ট যে, বাম কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি তাঁদের সমর্থন করবেন না উল্টে বিরোধিতা করবেন। কারণ ওনার দাবি, মুখ্যমন্ত্রী বানানোর চাবিকাঠি ওনার হাতেই কুক্ষিগত। আর তিনি ব্রিগেডে জন সমাবেশের কৃতিত্বও নিজের কাঁধেই তুলে নিচ্ছেন।