এনআইএর জালে বেঙ্গালুরুর ডাক্তার আইএস জঙ্গি

0
423

বঙ্গদেশ ডেস্ক: চোখের ডাক্তার হিসেবে প্রকাশ্যে রোগীর চিকিৎসা করতেন বেঙ্গালুরুর রামাইয়াহ মেডিক্যাল কলেজে৷ কিন্তু আড়ালে তিনি কাজ চালাতেন জঙ্গি হিসেবে৷ কাজ করতেন আইএসআইএসের হয়ে৷ সেই আবদুর রহমানকে সম্প্রতি গ্রেফতার করেছে এনআইএ৷

তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছে যে ২৮ বছরের ওই চিকিৎসক দু’টি অ্যাপ তৈরি করছিল৷ সেই অ্যাপ দু’টি একটি তৈরি হচ্ছিল, অসুস্থ জঙ্গিদের সাহায্য করার জন্য৷ আর দ্বিতীয়টি তৈরি হচ্ছিল জঙ্গিদের অস্ত্র বিষয়ক৷

এনআইএ সূত্রে খবর, আইএসের একটি শাখা সংগঠন নিয়ে তদন্ত করতে গিয়ে এক দম্পতির খোঁজ মেলে৷ তাদের খোঁজ করতে করতেই আবদুরের বিষয়ে জানতে পারে এআইএ৷ ২০১৪ সালে সিরিয়া গিয়েছিল আবদুর৷ সেখানে আইএসের মেডিক্যাল ক্যাম্পে যোগ দেয়৷

তার পর ফিরে আসে দশদিন পর৷ তদন্তকারীদের দাবি, ইতিমধ্যেই নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে৷ বেঙ্গালুরুর তিনটি জায়গায় তল্লাশি করে অনেক তথ্য প্রমাণ এনআইএ-র হাতে এসেছে৷