নেতাজীর জন্ম বাংলায়! প্রকাশ্য সভায় মুখ ফসকে বললেন মুখ্যমন্ত্রী

0
628

বঙ্গদেশ ডেস্ক: সামনেই বিধানসভার নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতির মাঠ সরগরম। রাজ্যের নির্বাচনে মতুয়া ভোট একটি বড় ফ্যাক্টর। মতুয়া ভোটকে টানতে সব দলই কোমর বেঁধে মাঠে নেমেছে। এই তালিকায় পিছিয়ে নেই তৃণমূলও। তারই ধারাবাহিকতায় মতুয়া বহুল হবিবপুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি ও কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন একের পর এক। তিনি এসময় নদীয়ায় তৃণমূলের উন্নয়ন উদ্ধৃত করে বলেন, ” ইসকন মন্দির তৈরির জন্য ৭০০ একর জমি দিয়েছি, AIIMS তৈরী করার জন্য কল্যাণীতে জমি দিয়েছি। আগামী দিনে নদীয়াতেও বড় তীর্থক্ষেত্র গড়ে উঠবে। নদীয়ার প্রতিটি প্রান্তে উন্নয়ন পৌঁছেছে।”

তিনি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে একসময় ভুল করে বলে বসেন, এই বাংলায় নেতাজি জন্মেছেন। পরে অবশ্য তিনি তা সংশোধন করে নেন এবং বলেন নেতাজী কটকে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু বাংলায় কাজ করেছেন। বাংলা বরাবরই বঞ্চিত অভিযোগ করে তিনি বলেন, বিনা পয়সায় যদি খাবার চান, স্বাস্থ্যসাথী চান তাহলে ভোট তৃণমূলকেই দিন। ওরা আমাকে ভয় পায়। কারণ আমি মাথা নীচু করি না।

এসময় বিজেপির পাশাপাশি সিপিএম কেও নিশানা বানান মুখ্যমন্ত্রী। সিপিএম আমলের কথা উদ্ধৃত করে তিনি বলেন, ” সিপিএম আমলে রাজ্যের মানুষ অন্ধকারে বাস করতো। আমরা শ্লোগানও বানিয়েছিলাম যে সিপিএম এর কোলে লোডশেডিং দোলে। এখন তো রাজ্যের ছেলেমেয়েরা জানেই না যে লোডশেডিং কি। উন্নয়ন সর্বপ্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে।”