জ্যাক মা ‘নিখোঁজ’ থাকায় আলিবাবা ও অ্যান্ট গ্রুপকে অধিগ্রহণ করতে পারে কমিউনিস্ট চীন

0
579

বঙ্গদেশ ডেস্ক – চীনের নিয়ন্ত্রক সংস্থা এবং রাষ্ট্র পরিচালিত ব্যাংকগুলির সমালোচনা করার পরে চীনা বিলিয়নেয়র জ্যাক মা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান, এখনও অবধি তার কোনও খোঁজ পাওয়া যায়নি। এখন চীন সরকার জ্যাক মা’র আলিবাবা এবং অ্যান্ট গ্রুপকে সরকারিকরণের বিষয়ে বিবেচনা করছে বলে আউটলুকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জ্যাক মা আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা। তার কোম্পানিটির মোটামুটি ৬০ বিলিয়ন ডলার মূল্য রয়েছে বাজারে। তাকে চীনা রাষ্ট্রীয় সংস্থা পরিচালিত মিডিয়াগুলির দ্বারা “অর্থ কুক্ষিগত করা ভ্যাম্পায়ার যারা গরিবদের শোষণ করে”, এই ধরনের বিশেষণে অভিহিত করা হয়েছে।

২০২০ সালের নভেম্বরে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, যে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং ব্যক্তিগতভাবে অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলারের প্রাথমিক পাবলিক অফারকে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন।

মনে করা হয় যে অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা দেশের আর্থনীতির নিয়ন্ত্রক সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির উপরে প্রকাশ্য আক্রমণ চালানোর জন্য চীনা নেতৃত্বের রোষানলে পড়েছিলেন।

২০২০ সালের ২৪ শে অক্টোবর সাংহাইয়ের বুন্ড সামিটে তিনি ভাষণ দিচ্ছিলেন। সেখানে বক্তব্য রাখার সময় মা, উদ্ভাবনকে দমিয়ে রাখার জন্য নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করেছিলেন। তিনি, দেশের মানুষের উদ্ভাবনী শক্তির বৃদ্ধিকে ত্বরান্বিত করতে নতুন করে সংবিধান সংস্কারের আহ্বান জানান।

বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই ভাষণটি চীনা নেতৃত্বকে অত্যন্ত ক্রুদ্ধ করেছিল এবং অ্যান্ট-এর লিস্টিংয়ের পথে এর পরেই একাধিক বাধার সৃষ্টি হয়। কম্যুনিস্টরা অনেক সময়েই বলে থাকেন যে, সমাজে ব্যক্তির কিছু হয় না। কিন্তু যেভাবে চীনের শাসক কমিউনিস্ট পার্টি বিরুদ্ধ মতকে দমন করছে এবং জ্যাক মায়ের সংস্থাকে কুক্ষিগত করছে, তা গণতন্ত্রকামী সকল মানুষকেই ভীত করবে।