সরিষা রামকৃষ্ণ মিশনের জমি উদ্ধার করলো পুলিশ, ভেঙে দিয়েছে অবৈধ স্থাপনা, ধৃত আবদুল হাকিম

0
1101

বঙ্গদেশ ডেস্ক: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদমাধ্যমে জোরপূর্বক সরিষা রামকৃষ্ণ মিশনের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং মিশনের মহারাজকে লাঞ্ছিত করার খবর ছড়িয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই ক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে নেটিজেনরা। একদিকে জমি দখল করে অন্যদিকে দখলে বাধা দিতে যাওয়ায় মিশনের মহারাজকে লাঞ্ছিত করায় নেটিজেনদের মধ্যে এই ক্ষোভ ছড়িয়ে পড়ে। দাবী উঠতে থাকে যে অতি সত্ত্বর এই দখলের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। 

ঘটনা শুরু হয় সরিষা রামকৃষ্ণ মিশনের সামনের একটি জমি থেকে। স্থানীয় কয়েকজন মুসলিম জোরপূর্বক এই জমিটি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের জন্য কাজ শুরু করে। মিশনের মহারাজ দখলকারীদেরকে হাতজোড় করে অনুরোধ করতে থাকে যে এই কাজ করো না, হাতজোড় করে অনুরোধ করছি। কিন্তু উপস্থিত এক দখলকার মুসলিম মহারাজের গায়ে হাত দেয় এবং তাঁকে বের করে দেয় উক্ত স্থান থেকে। এই ভিডিও ভাইরাল হতেই উত্তপ্ত হয়ে ওঠে নেটিজেনরা। 

এই ঘটনার কথা জানতে পেরে সক্রিয় হয়েছে স্থানীয় পুলিশ। অভিযুক্ত মুসলিম ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়া শুরু করে। আবদুল হাকিম জমাদার নামের এক দখলদারকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং বাকি দখলদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার ছাড়াও, পুলিশ বুলডোজার দিয়ে মিশনের জমি দখল করে স্থাপিত অবৈধ স্থাপনাটিও গুঁড়িয়ে দিয়েছে। পুলিশের এই ভূমিকা স্বভাবতই ব্যাপক খুশি নেটিজেন ও মিশনের ভক্তরা।