ফুসফুসের সংক্রমণে ফের শারীরিক অবস্থার অবনতি প্রণবের

0
332

বঙ্গদেশ ডেস্ক: আবার শারীরিক অবস্থার অবনতি হল প্রণব মুখোপাধ্যায়ের৷ ভারতের এই প্রাক্তন রাষ্ট্রপতির ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে৷ তার জেরেই কীর্ণহারের ভূমিপুত্রের শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷ ৮৪ বছরের প্রণববাবু দিল্লির একটি সেনা হাসপাতালে চিকিৎসাধীন৷

চলতি বছর অগস্টের ১০ তারিখ তিনি ওই হাসপাতালে ভর্তি হন৷ তার আগের রাতে বাড়িতে পড়ে গিয়ে তাঁর মাথা আঘাত লাগে৷ মস্তিষ্কের ব্লাড ক্লট হয়ে যায়৷ পরের দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ তখন তাঁর করোনা পরীক্ষা করানো হয়৷

তাঁর করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে৷ তার পর থেকে তিনি হাসপাতালে ভর্তি৷ তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়েছে৷ প্রাথমিক কয়েকদিন তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যাচ্ছিল৷ এর পর তাঁর পরিবারের তরফে জানা যায় যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন৷

তার পর মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যায় আবার৷ হাসপাতালের তরফে জানা গিয়েছে যে প্রণব মুখোপাধ্যায়কে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷ তাঁর চিকিৎসা করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তৈরি করা হয়েছে৷ ওই দলের তত্ত্বাবধানেই আপাতত তাঁকে রাখা হয়েছে৷