শুরুতে নেই স্মিথ, স্টোকস, শাপে বর হওয়ার আশায় রাজস্থান

0
470

বঙ্গদেশ ডেস্ক: বিসিসিআইয়ের গাইডলাইন অনুযায়ী সেপ্টেম্বরের ইংল্যন্ড-অস্ট্রেলিয়া সিরিজের খেলোয়াড়দেরকে আইপিএলে প্রথম থেকে পাবে না দলগুলি। এর জন্য নিঃসন্দেহে প্রতিটি দলের কমবেশী ক্ষতি হবে। তবে এই কারণে সবচেয়ে বেশী যে দলের ক্ষতি হবে তারা হল রাজস্থান রয়্যালস।

জস বাটলার, স্টিভ স্মিথ, জোফরা আর্চার, বেন স্টোকস, এই চারজন খেলোয়াড়ই এইবছর রাজস্থানের গোলাপি জার্সি পরে মাঠে নামবেন। আর এরা প্রত্যেকেই অস্ট্রেলিয়া ও ইংল্যন্ডের জাতীয় দলের অন্যতম সদস্য৷ তাই নিয়ম অনুযায়ী, রাজস্থান রয়্যালস প্রথম কটি ম্যাচে কোনোভাবেই দলে পাবেনা তাদের সেরা ভরসাদের।

তবে রাজস্থানের সিইও জ্যাক মাকক্রুম অবশ্য অন্যভাবে ভাবছেন৷ তাঁর মতে ওই চারজন ওয়ান-ডে, টি-২০,টেস্ট খেলে আইপিএল খেলতে আসবেন। তাই ওনারা বাকীদের থেকে বেশী ম্যাচ ফিট এবং মানসিকভাবে তৈরি থাকবেন। বিশেষ করে রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্মিথও চাইবেন আইপিএলের মত আসরে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেটে একবার গা ঘামিয়ে নিতে৷

প্রসঙ্গত, ১৬ সেপ্টেম্বর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পর সিরিজ শেষে সেদিনই লন্ডন থেকে দুবাই যেতে পারেন খেলোয়াড়রা। তবে দুবাই গিয়ে তাদেরকে বাধ্যতামূলকভাবে ৬ দিন কোয়ারেন্টাইনে থাকতেই হবে। এর মধ্যে প্রথম,তৃতীয়, ষষ্ঠ দিন তাদের করোনা পরীক্ষা করা হবে৷ রিপোর্ট নেগেটিভ এলে তবেই তারা দলে যোগ দিতে পারবেন।