এক পরীক্ষাতেই মিলবে সরকারি চাকরি, সিদ্ধান্ত মোদী সরকারের

0
450

বঙ্গদেশ ডেস্ক: সরকারি চাকরি পাওয়ার জন্য আর গুচ্ছ গুচ্ছ পরীক্ষা দেওয়ার আর প্রয়োজন নেই৷ এবার থেকে সরকারি চাকরি পাওয়ার জন্য একটি পরীক্ষা দিলেই হবে৷ তাও আবার তিন বছরে একবার৷ কেন্দ্রীয় সরকার আজ এই সিদ্ধান্তে সিলমোহর বসিয়ে দিল৷

আজ, বুধবার ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক৷ সেই বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়৷ এবার তৈরি করা হবে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি৷ ওই সংস্থা কেন্দ্রীয় সরকারি ও ব্যাঙ্কের সমস্ত নন-গেজেটেড কর্মচারী নিয়োগের জন্য কমন এলিজিবিলিটি টেস্ট নেবে৷

ওই পরীক্ষার নম্বর তিন বছর পর্যন্ত বৈধ থাকবে৷ প্রতি বছর বিভিন্ন সরকারি পরীক্ষায় বসেন আড়াই কোটি ভারতীয়৷ প্রতি বছর প্রায় ১ লক্ষ ২৫ হাজার পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়৷ ফলে এবার থেকে চাকরীপ্রার্থীদের আর একাধিক পরীক্ষায় বসার দরকার নেই৷

একবার ওই কমন এলিজিবিলিটি টেস্ট দিলেই হবে৷ সেই পরীক্ষার নম্বর তিন বছর পর্যন্ত বৈধ থাকবে৷ এই সংস্থা তৈরির খবর যদিও একেবারে নতুন নয়৷ কারণ, চলতি বছরের পয়লা এপ্রিল সাধারণ বাজেটে এই বিষয়টি উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷

সরকারের বক্তব্য, এর জন্য সরকারি তরফে যেমন খরচ ও সময় বাঁচবে, তেমনই যাঁরা চাকরির জন্য পরীক্ষা দেবেন, তাঁদেরও সময়ও বাঁচবে৷