আবার রক্তাক্ত আফগানিস্তান, মৃত ৩০! ব্যাহত হতে পারে শান্তি প্রক্রিয়া

0
700

বঙ্গদেশ ডেস্ক – যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে জঙ্গিহানা ও সন্ত্রাসবাদ বৃদ্ধি পেয়েছে। এর ফলস্বরূপ সেই দেশে গত ২৪ ঘন্টার মধ্যে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির দীর্ঘকালীন সংকটের সমাধানের জন্য আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের একটি প্রচেষ্টা চালানো হচ্ছিল।

উড়ুজগান প্রদেশে শনিবার সকালে সাম্প্রতিকতম বিস্ফোরণের ঘটনাটি ঘটে। রাস্তার পাশে বোমাটি একটি মিনি-বাসে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে তিনজন নিহত ও চারজন আহত হন বলে উইওন নিউজ তাদের রিপোর্টে জানিয়েছে। হতাহতের প্রত্যেকেই অসামরিক মানুষ বলে প্রাদেশিক সরকার এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

একইভাবে শুক্রবার রাতে হেরাত শহরে একটি বিস্ফোরকবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এতে একজন পুলিশ কর্মীসহ আটজন মারা গেছেন এবং ৫৪ জন আহত হয়েছেন।

অন্যদিকে শুক্রবার, জাবুল প্রদেশের রাজধানী কলাতের নুরাক গ্রামে জঙ্গীদের দ্বারা পরিচালিত একটি মর্টার হামলায় নারী ও শিশুসহ আরও তিনজন নাগরিক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তালিবান বা ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর কেউই এই দায় স্বীকার করেনি।

আফগানিস্তান যুদ্ধের অবসান ঘটাতে এবং দেশে শান্তি ফিরিয়ে আনার জন্যে শান্তি প্রচেষ্টার মধ্যেই হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়াসহ আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং চীন, রাশিয়া, পাকিস্তান, ইরান, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারত সহ অন্যান্য দেশগুলির অংশগ্রহণে ১৮ মার্চ আফগানিস্তানে শান্তি সম্মেলন হতে যাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে দীর্ঘকালীন সঙ্কটের অবসান ঘটিয়ে, রাজনৈতিক সমাধান পেতে আগামী এপ্রিল মাসে আফগানিস্তান শান্তি প্রক্রিয়াতে অংশ নেবে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রস্তাবিত সম্মেলনের আয়োজন করছে তুরস্ক। বাইডেনের ইচ্ছায় ভারতও এতে অংশ নেবে।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ভাবনা আছে আমেরিকা এবং ন্যাটোভুক্ত দেশগুলির। কিন্তু বাড়তে থাকা হিংসা সেই চেষ্টাকে ব্যাহত করতে পারে।