মিত্রে মিত্র রাজনীতি! শ্রীলেখাকে তথ্যপ্রমাণ চাইলেন রিমঝিম

0
1115

বঙ্গদেশ ডেস্ক: কয়েক মাস ধরেই সিপিএমের মঞ্চে দেখা গিয়েছে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। বিভিন্ন সময়ে বামপন্থার হয়ে সাফাই গাইতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি তাঁকে দেখা গিয়েছে ব্রিগেডের মঞ্চেও।

এ পর্যন্ত ঠিক ছিল কিন্তু তিনি এবার ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে বসলেন। অবশ্য তাঁকে পাল্টা দিয়েছেন বিজেপির তারকা নেত্রী রিমঝিম মিত্রও। ফলে, দুই অভিনেত্রীর রেষারেষি নিয়ে সরগরম নেট-দুনিয়া।

গত সোমবার ফেসবুকে একটি পোস্ট করেন শ্রীলেখা। তিনি সেখানে লিখেছেন, “বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রত্যেক তারকাকে সাত কোটি টাকা করে দিয়েছে দল।” স্বভাবতই তাঁর এই পোস্ট আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে সোশ্যাল-মিডিয়ায়। পোস্টে কমেন্ট করেছেন তথাকথিত বামপন্থী পরিচালক অনীক দত্তও।

যার জেরে পালটা কমেন্ট করেছেন অভিনেত্রী রিমঝিম মিত্রও। বহুদিন ধরেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে তিনি সক্রিয়ভাবে জড়িত। তাঁর উদ্দেশ্যে শ্রীলেখা উত্তরে লেখেন, “ami toke proof niye naam ta bolbo”। পাল্ জবাবে বেশ ঝাঁঝালো সুর শোনা গিয়েছে রিমঝিমের গলাতে। শ্রীলেখাকে তিনি বলেছেন, “Sreelekhadi নাম এবং প্রমাণ অবশ্যই বলো কিন্তু নয়ত legal দিকে যাবে party।”

সম্প্রতি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বেশ কিছু টলিউড তারকা। তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। শুধু তাইই নয়, দিলীপ ঘোষের ঘাঁটি খড়গপুর থেকে প্রার্থী হয়েছেন তিনি।

এছাড়াও গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন শ্রাবন্তী, বনি সেনগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, যশ দাসগুপ্তের মতো হেভিওয়েট অভিনেতা অভিনেত্রীরা। শেষ তিনজনকে প্রার্থীও মনোনীত করেছে পদ্ম শিবির। তবে এই মুহুর্তে ‘বিজেপিতে তারকাযোগের’ সবচেয়ে বড় মুখ মিঠুন চক্রবর্তী। ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় তিনি বিজেপিতে যোগ দেন। যদিও, প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন তিনি প্রার্থী হতে আগ্রহী নন।