“আদিবাসীরা হিন্দু নয়, কোনোদিন হিন্দু ছিল‌ই না” : হেমন্ত সোরেন

0
897

বঙ্গদেশ ডেস্ক:- ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করে লাইমলাইটে আসেন। সম্প্রতি উনি মন্তব্য করেছেন, যে আদিবাসীরা হিন্দু নয়। শনিবার রাতে হার্ভার্ড ইন্ডিয়া কনফারেন্সে ভার্চুয়াল প্রেজেন্টেশনে হেমন্ত সোরেন একথা বলেছেন। উনি একথাও বলেছেন, আদিবাসীরা কখনও হিন্দু ছিল না আর এখনও হিন্দু নয়।

উনি বলেন, “আদিবাসী সমাজ প্রকৃতির দ্বারস্থ, প্রকৃতি পুজারী। বহু দশক ধরে আদিবাসী সমাজকে দমিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। কখন‌ও ইনডিজিনিয়াস, কখনো ট্রাইবাল কখনো অন্য কোন‌ও নামে চিহ্নিত করা হয় এদের।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মন্তব্যেকে সাপোর্ট করে কংগ্রেস প্রবক্তা শামসের আলম বলেছেন, মুখ্যমন্ত্রী একেবারে সঠিক কথা বলেছেন। আদিবাসীরা কখনোই হিন্দু ছিল না এবং তারা এখনও হিন্দু নয়। এর পাল্টা হিসেবে বিজেপি প্রবক্তা প্রদীপ সিনহা বলেছেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ভণ্ডদের তাবেদার।

বিজেপি প্রবক্তা আরও বলেন, ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রীর শুধু আদিবাসী জনগোষ্ঠীর কথা মনে পড়ে। কিন্তু যখন আদিবাসীদের ধৰ্ম পরিবর্তন করে তাদের খ্রিস্টানে ধর্মান্তরকরণ করা হয় তখন মুখে লাগাম লাগিয়ে বসে থাকেন। বিজেপি নেতা বিনোদ শর্মা এ বিষয়ে বলেন, হেমন্ত সোরেন ক্ষমতার অপব্যবহার করে যা ইচ্ছা বলতে পারেন। আদিবাসীরা সর্বদা ভারতীয় সংস্কৃতির অঙ্গ এবং তারা শুরু থেকে হিন্দু সংস্কৃতির সঙ্গে জুড়ে রয়েছে।