অন্ধপ্রদেশে রাতের আঁধারে হনুমান মূর্তি ভাঙচুর, দুষ্কৃতী অধরা

0
580

বঙ্গদেশ ডেস্ক:- অন্ধপ্রদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্ম স্থানের উপর হামলার ঘটনা অব্যাহত রয়েছে। এর আগেও মন্দিরে হামলা, আগুন দেওয়া এবং রথ পুড়িয়ে দেয়ার মতো ঘটনা ঘটেছে। তবে এবার পূর্ব গোদাবরী জেলার একটি হনুমান মন্দিরে হামলার ঘটনা ঘটলো।

সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী, পূর্ব গোদাবরী জেলার লাচিপেলাম গ্রামের শ্রী হনুমান মন্দিরে হামলা চালায় অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী। গত বৃহস্পতিবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। দুষ্কৃতীরা বেদীতে স্থাপিত শ্রী হনুমানের মূর্তি ভেঙে ফেলে রেখে চলে যায়। পরের দিন সকালে স্থানীয় বাসিন্দারা ভাঙা মূর্তি দেখতে পায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ফোর্স তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন এবং দুষ্কৃতীদের গ্রেফতার করার আশ্বাস দেন। আশ্বাস পেলে ও স্থানীয় হিন্দু বাসিন্দাদের ক্ষোভ প্রশমিত হয়নি।

হনুমান মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন রাজ্য বিজেপি সম্পাদক রমেশ নাইড়ু নাগথু। তিনি মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছেন ‘হিন্দুদের আর কতদিন এরকম অত্যাচার মুখ বুজে সহ্য করতে হবে?’ প্রসঙ্গত অন্ধপ্রদেশে হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ইদানিংকালের বেশ বেড়ে গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে ফলে অন্ধপ্রদেশের জনতার মধ্যে প্রশাসনের ওপর ক্ষোভ আর‌ও বৃদ্ধি পেয়েছে।