ইসলামিক বাংলাদেশে হিন্দু মন্দির দখলের উদ্দেশ্যে হামলা, অভিযুক্ত হাজী শেহের আলী

0
527

বঙ্গদেশ ডেস্ক: ইসলামিক বাংলাদেশের নারায়ণগঞ্জে আবারও একটি ন্যাক্কারজনক হিন্দু নির্যাতনের ঘটনা সামনে এসেছে। গত ২৬ তারিখ, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু মন্দিরের সম্পত্তি দখলের উদ্দেশ্যে মন্দিরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। হামলার ঘটনায় একাধিক হিন্দু ব্যক্তি গুরুতর আহত হয়েছে। স্থানীয় হিন্দুরা এই সময়ে প্রতিরোধের চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জের সৌঘাট ঋষিপাড়া মন্দিরের এই জমিটি স্থানীয় হিন্দু নকুল চন্দ্রের দানকৃত। এই দানকৃত জমিটিতে পরবর্তীতে মন্দির প্রতিষ্ঠা করে স্থানীয় হিন্দুরা নিয়মিত পূজা ও উপাসনা করতো। সম্প্রতি মন্দিরের জমিটি দখলের নামে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল স্থানীয় প্রভাবশালী মুসলিম ভূমিদস্যু হাজী শেহের আলী। জাল নথি, হুমকি থেকে শুরু করে বিভিন্ন উপায়ে হাজী শেহের আলী মন্দিরের সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। সম্প্রতি হাজী শেহের আলী বলপূর্বক মন্দিরের সম্পত্তি দখলের সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্ত অনুযায়ী হাজী শেহের আলী তার সশস্ত্র মুসলিম গ্যাং নিয়ে গত ২৬ তারিখে বলপূর্বক মন্দিরের সম্পত্তি দখল করার জন্যে আসে এবং অতর্কিতে হামলা করে। শেহের আলীর সশস্ত্র দলকে প্রতিরোধ করতে এলে প্রায় সাত থেকে আট জন হিন্দু গুরুতর আহত হয়। শেহের আলীর দলবল তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে৷ আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় স্থানীয় হিন্দুদের মাঝে একই সাথে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় হিন্দুরা এই হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এবং দোষীদের শাস্তির দাবী জানায়৷ তবে তা আদতে হবে কি না তা জোর দিয়ে বলা সম্ভব নয়৷