কলকাতা ব‌ইমেলায় বাঙ্গালী হিন্দু গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জাতীয়তাবাদী যুবকদের

0
700

বঙ্গদেশ ডেস্ক:কলকাতায় চলছে আন্তর্জাতিক ব‌ইমেলা। এবছরের থিম বাংলাদেশ। বাংলাদেশ বলতেই চোখের সামনে ভেসে ওঠে গত বছর দুর্গাপুজোর সময় সংখ্যালঘু হিন্দুদের ওপর ঘটে যাওয়া নির্মম নির্যাতন। তবে এই নির্যাতন কিন্তু প্রথম নয়, অতীতেও নোয়াখালী গণহত্যার সময় বাঙ্গালী হিন্দুদের উগ্রপন্থীদের হাতে অত্যাচারের শিকার হতে হয়েছে।

অতীত ও বর্তমানকালে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অত্যাচারকে স্মরণ করে একদল যুবক গতকাল কলকাতা ব‌ইমেলায় বাঙ্গালী গণহত্যা নিয়ে প্রতিবাদ করেছে। যদিও প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। উদ্যোক্তারা সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনারা কি বিজেপি, আরেসেসের লোকজন?’

https://m.facebook.com/story.php?story_fbid=7199414216795900&id=100001821785508
কিন্তু উদ্যমী যুবকের দল স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমাদের একটাই পরিচয়, আমরা হিন্দু। তাদের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা বলেন,
বাংলাদেশী হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ করতে এসেছি, বাংলাদেশী থিম বইমেলায়।তারা প্রতিবাদী ভঙ্গিতে বলেন, হিন্দুরা অত্যাচারিত হবে আমরা সেখানকারর হিন্দুদের জন্য আওয়াজ তুলবো, আপনি বা আপনারা যদি বিপদগ্রস্ত হন আমরা আপনাদের পাশে দাঁড়াবো।
https://m.facebook.com/story.php?story_fbid=7197317157005606&id=100001821785508
তারপর তারা ব‌ইমেলা প্রাঙ্গণে প্রবেশ করে জোটবদ্ধভাবে সমস্বরে আওয়াজ তুলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে। তাদের এই অভিনব প্রতিবাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। বহু নিপীড়িত বাংলাদেশী হিন্দুরা এই প্রতিবাদকে সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী ছেলেগুলির ভূয়সী প্রশংসা করেছেন।