অস্তিত্বের জ্বালা

 

-শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

মেঘের সঙ্গে ছোটবেলার
কত স্মৃতি জাগে।
আমরা ঝড়ের অপেক্ষাতে,
হাজার আবাস ভাঙে।
এই দুর্যোগ তবুও ভালো–
বাছাই বিচার নেই,
যাদেরকে পায় অরক্ষিত
মারবে তাদেরকেই।

যে দুর্যোগ নিত্য ঘটে
ধামাচাপা রাখি,
জল উঠেছে গলার ওপর
নাকটা ডোবা বাকি।
চ্যানেলগুলোয় হয় না খবর–
দেড়শো নারী ধ্বস্ত,
চলছে মারা ক্রমাগত
করছি তো বরদাস্ত!

যদি বলি অনেক হল
খেতাব জেতার পালা,
এবার সবাই গর্জে উঠি
অস্তিত্বের জ্বালা।
যশের লোভ প্রাণের ভয়
আমারও তো আছে।
তবুও প্রতিবাদে চেঁচাই,
যদিও বিপদ কাছে।