ইসলামিক বাংলাদেশে মন্দির ও গীতা স্কুল ভেঙে রাস্তা তৈরি করলো স্থানীয় মুসলিম ঠিকাদার

0
1811

বঙ্গদেশ ডেস্ক: ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের চট্টগ্রামে আরও একটি হিন্দু নির্যাতনের ঘটনা সামনে এসেছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী হাটের পশ্চিম সর্দারপাড়া এলাকায় উন্নয়ন কার্যের দোহাই দিয়ে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির ও গীতা স্কুল ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় হিন্দুদের মাঝে একই সঙ্গে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

সম্প্রতি ভেঙে দেওয়া ওই মন্দিরের সামনের রাস্তা সম্প্রসারণের কাজ হাতে নেয় স্থানীয় প্রশাসন। স্থানীয় জাফর উদ্দিন চৌধুরী এই কাজের দায়িত্ব পান৷ রাস্তা সম্প্রসারণ কার্য শুরু হওয়ার পর জাফর উদ্দিন চৌধুরী তার লোকজনকে সাথে নিয়ে মন্দির ও গীতা স্কুলটি রাস্তা নির্মাণের দোহাই দিয়ে ভেঙে দেয় এবং মন্দিরের প্রতিমাটি পার্শ্ববর্তী একটি গাছের তলায় রেখে দেয়। এরপর মন্দিরের জমিটি রাস্তার জায়গায় অন্তর্ভুক্ত করে তার ওপর রাস্তা বানিয়ে দেয় জাফর উদ্দিন চৌধুরী। স্থানীয় হিন্দুরা বাধা দেওয়ার চেষ্টা করলেও কোন ফল হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায় মন্দিরটি ১৯৯২ সালে স্থানীয় এক হিন্দু মহিলা কর্তৃক স্থাপিত হয়েছিল। এলাকার হিন্দুরা তখন থেকেই নিয়মিত এই মন্দিরটিতে পূজা করে আসছে। পরবর্তীতে সেই হিন্দু মহিলার প্রয়াণের পর এলাকার হিন্দুরা মন্দিরটির দায়িত্ব নেয় এবং মন্দিরটিতে একটি গীতা স্কুল প্রতিষ্ঠা করে৷ স্থানীয় সনাতনীদের সন্তানদের সেই স্কুলে নিয়মিত গীতা অধ্যয়নের জন্য পাঠানো হতো। বর্তমানে মন্দিরটি ভেঙে দেওয়ার সাথে সাথে গীতা স্কুলটিও অচল হয়ে পড়েছে। অন্যদিকে প্রশাসনিক সাহায্য পাওয়ার আশা দেখছে না স্থানীয় হিন্দুরা। এমতাবস্থায় সেখানকার হিন্দুদের মাঝে ক্ষোভ বিরাজ করলেও তা হতাশায় পরিণত হয়েছে।