বৈষ্ণব তীর্থক্ষেত্র শান্তিপুরে দোল উৎসবের প্রস্তুতি তুঙ্গে

0
408

বঙ্গদেশ ডেস্ক: নদিয়া জেলায় দোল উৎসবকে কেন্দ্র করে পূজো করা হয় গোপালের।তাই নদিয়া জেলার বিভিন্ন মৃৎশিল্পীদের মধ্যে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।করোনা পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠে পুনরায় স্বাভাবিক ছন্দে বিভিন্ন পুজো কমিটি ও বাড়ির পুজোর অর্ডার এসেছে, কিন্তু শিল্পীরা বলেছেন, আগের মত অর্ডার নেই। তাই শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতির মধ্যে দিয়ে বৈষ্ণব ভক্তদের প্রাণকেন্দ্র শান্তিপুর দোলযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে।

নদিয়া জেলার বিভিন্ন জায়গার মৃৎশিল্পীরা দিনরাত মূর্তি তৈরির কাজ করছে। দীর্ঘ দুই বছর যাবত করোনা মহামারীর কারণে মানুষ সেভাবে উৎসবে আনন্দ করতে পারেনি। তবে, এ বছর করোনার দাপট খুব একটা নেই। তাই, মানুষ আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে। বিভিন্ন পূজা পার্বণের মতই এবার দোলযাত্রা উপলক্ষে নদিয়ার একাধিক জায়গায় গোপাল পুজোর আয়োজন করছেন মৃৎশিল্পীরা।

শিল্পীরা আক্ষেপ করে বলেছেন, মনে অনেক আশা নিয়ে এবার কাজে হাত দিয়েছি।একটু হলেও লাভের মুখ হয়তো বা দেখা যেতে পারে। কিছু মৃৎশিল্পীরা এখনও বলছেন, যদিও বা অর্ডার সেভাবে আসেনি,
তাই তারা কীভাবে সংসার চালাবে সেটাও ভাবছেন।

তবে, নদিয়া জেলার নবদ্বীপ, কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুরে বিভিন্ন গোপালের উল্লেখ আছে। বিভিন্ন ধরনের বারোয়ারি বিগ্রহ, বাড়ি এবং পাড়াতে জাঁকজমকভাবে পুজো করা হয় গোপালের। গোপালের মূর্তি তৈরীর শেষ মুহূর্তের জোরকদমে প্রস্তুতি চলছে। শান্তিপুরের চৌগাছা পাড়া,গোভাগাড় মোড়, বিভিন্ন জায়গার মৃৎশিল্পীরা রীতিমতো দিনরাত মূর্তি তৈরির কাজ করে চলেছেন।